পিবিএ ডেস্ক: কয়েক দিন পরেই আসছে বিশ্ব ভালোবাসা দিবস। এই দিবস সামনে রেখে টেক্সাসের এক চিড়িয়াখানা কর্তৃপক্ষ এক অন্যরকম ব্যবস্থা করেছে।
পার্ক কর্তৃপক্ষ তাদের দর্শনার্থীদের সাবেক প্রেমিক বা প্রেমিকার নামে চিড়িয়াখানার তেলাপোকার নামকরণ করার সুযোগ দিচ্ছে।
এর পর মীরক্যাট নামে এক ধরনের বনবিড়ালের খাদ্য বানানো হবে সেসব তেলাপোকাকে।
এই ভিন্নধর্মী অনুষ্ঠানের আয়োজক সারাহ বোরেগো বলেন, ভালোবাসা দিবসে অনেকেই তাদের সাবেক প্রেমিক-প্রেমিকাদের মনে করে র্ঘণা প্রকাশ করেন।
আর এই ঘৃণা প্রকাশ করার জন্য এই আয়োজন একটি ভালো মাধ্যম। এই আয়োজনের মাধ্যমে অংশগ্রহণকারীরা হয়তো তাদের মনের ভেতরের হতাশা কিছুটা হলেও ঝেড়ে ফেলতে পারবেন।
এ ছাড়া এই অনুষ্ঠান চলাকালীন সেটি সরাসরি ফেসবুকে সম্প্রচার করবে চিড়িয়াখানা কর্তৃপক্ষ।
গত সোমবার- চিড়িয়াখানা কর্তৃপক্ষ ফেসবুকে এই ইভেন্ট ঘোষণা করে। ইতিমধ্যেই বহু মানুষ এই ইভেন্টে অংশগ্রহণের জন্য রেজিস্ট্রেশন করেছেন। এ ছাড়া অনেকেই অংশগ্রহণের জন্য আগ্রহ প্রকাশ করেছেন।
পিবিএ/এফএস