পিবিএ ডেস্ক: জাতিসংঘের মহাসচিব এন্তোনিও গুতারেস ওমান সাগরে দু’টি তেলবাহী ট্যাংকারে হামলার স্বাধীন এবং নিরপেক্ষ তদন্তের আহ্বান জানিয়েছেন।
আমেরিকা যখন এ হামলার জন্য ইরানকে দায়ী করছে তখন এ আহ্বান জানান গুতেরেস।
হামলার বিষয়ে প্রকৃত সত্য প্রতিষ্ঠার জন্য তদন্তের ওপর জোর দিয়ে গুতেরেস বলেন, তিনি বিশ্বাস করেন যে কেবল জাতিসংঘ নিরাপত্তা পরিষদ এ সংস্থার পক্ষ থেকে তদন্ত চালানোর নির্দেশ দিতে পারে।
তিনি বলেন, সত্য জানার বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। কেবল একটি স্বাধীন তদন্ত দলের মাধ্যমে এ কাজটি সম্পন্ন করা যেতে পারে বলেও উল্লেখ করেন তিনি। গত বৃহস্পতিবার জাপানের মালিকানাধীন কোকুকা ক্যারেজিয়াস এবং নরওয়ের মালিকানাধীন ফ্রন্ট আল্টায়ার কৌশলগত হরমুজ প্রণালীর কাছে হামলার শিকার হয়। কোকুকা সৌদি আরবের বন্দর এবং ফ্রন্ট আল্টায়ার আরব আমিরাতের বন্দর ছেড়ে ওমান সাগরের ওপর দিয়ে যাওয়ার সময় বিস্ফোরণ ঘটে। জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে যখন তেহরানে ইরানের সর্বোচ্চ নেতা হযরত আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ীর সঙ্গে বৈঠক করছিলেন তখন তেল ট্যাংকার দু’টিতে হামলার ঘটনা ঘটে।
পিবিএ/এএইচ