তোপের মুখে উচ্ছেদ অভিযান স্থগিত, ৩টায় আবারও শুরু

পুরান ঢাকা
স্থানীয়দের বিক্ষোভের মুখে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের গঠিত টাস্কফোর্স ।

পিবিএ,ঢাকা: চুড়িহাট্টায় ভয়াবহ অগ্নিকান্ডের পর পুরান ঢাকার কেমিক্যাল গোডাউন নিয়ে বিভিন্ন মহলে ব্যাপক সমালোচনা মুখে বকশীবাজারের জয়নাগ রোডের কেমিক্যাল গোডাউন উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। এর আগে আজ শনিবার সকালে স্থানীয়দের বিক্ষোভের মুখে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) গঠিত টাস্কফোর্স অভিযান স্থগিত করতে বাধ্য হয়।

স্থগিতের সংবাদ শুনে মেয়র সাঈদ খোকন বলেন, আমি যাবো, কে বাধা দেবে আমি দেখবো। এরপর মেয়রের উপস্থিতিতে দুপুর পৌনে ৩টার দিকে সেখানে অভিযান আবারও শুরু হয়।

শনিবার সকালে সিটি করপোরেশনের একটি দল জয়নাগ রোডের একটি আবাসিক ভবনে কেমিক্যালের গোডাউন খুঁজে পায়। ভবনটির বিদ্যুৎ ও গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করার সময় আশপাশ এলাকার ব্যবসায়ীরা স্লোগান দিতে থাকে এবং তাদের তোপের মুখে অভিযান স্থগিত করতে বাধ্য হয় টাস্কফোর্স।

দুপুর ১টা ২০ মিনিটে এ সংবাদ কানে আসে ডিএসসিসি মেয়র সাঈদ খোকনের। তিনি জরুরি এক সাংবাদ সম্মেলন করে বলেন, একদল অসাধু ব্যবসায়ী অভিযানে বাধা দিয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

অভিযানে সিটি কর্পোরেশনের গঠিত টাস্কফোর্সের টিম-৩ অংশগ্রহণ করেন। এই দলের নেতৃত্ব দিচ্ছেন সাইফুল ইসলাম। অভিযানে দক্ষিণ সিটি করপোরেশনের কর্মকর্তাসহ তিতাস গ্যাস, ঢাকা ওয়াসা ও ডিপিডিসি, বিস্ফোরক অধিদফতর ও চকবাজার থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

পিবিএ/জেডআই

আরও পড়ুন...