পিবিএ ডেস্ক: বর্তমান সময়ে ত্বকে হওয়া নানা দাগ ও ব্রণর সমস্যায় কমবেশি সবাই জর্জরিত। পলিউশান, ত্বকের সবচেয়ে বড় দুশমান। ত্বক বিশেষ করে মুখে নানা রকম দাগ দেখতে খুবই খারপ লাগে। মনে হয় এই মুখ নিয়ে আয়নার সামনে দাঁড়াতেই লজ্জা করে। যদিও মেকাপ লাগিয়ে দাগ লুকানো সম্ভব কিন্তু দূর করা সম্ভব না।তাই আজকের থাকছে আপনার এই সমস্যার সহজ সমাধান আর তা হলো কাঁচা হলুদ আর নিমের ছোঁয়া।
চলুন তাহলে জেনে নেওয়া যাক ত্বকের কালো দাগ-ছোপ দূর করতে কাঁচা হলুদ ও নিমের ছোঁয়াঃ
উপকরণঃ
(১) কাঁচা হলুদ
(২) নিম পাতা
তৈরি ও ব্যবহার পদ্ধতিঃ
(১) কাঁচা হলুদ ১ টুকরো ও ৪-৫টি নিমপাতা ভালো করে ধুয়ে বেটে প্যাক তৈরি করে নিন।
(২) রোজ একবার সময় করে হলুদ ও নিমের এই পেস্ট মুখে লাগিয়ে ৩০ মিনিট অপেক্ষা করুন।
(৩) শুকিয়ে গেলে পানি দিয়ে মুখ ধুয়ে নিন।
হলুদ ও নিমের গুণ আলাদা করে বলার কিছু নেই। তবে শুধু গুণ জানলেই হবে না, তা কাজেও লাগাতে হবে।তাই আপনার ত্বকের কালো ছোপ দাগ দূর করতে এই প্যাকটি ব্যবহার করুন নিয়মিত।
পিবিএ/ইকে