পিবিএ ডেস্ক: রূপচর্চায় আভিজাত্যের ছোঁয়া যুগ যুগ ধরে প্রচলিত। ত্বক সুরক্ষা থেকে যত্নের ছোট বড় মাপকাঠি তাই রূপচর্চার সঙ্গে আষ্টেপৃষ্ঠে জড়িত। ত্বকের সুরক্ষা এক এক ঋতু ভেদে এক এক ধরনের হয়ে থাকে।ত্বকে রুক্ষতার পরিমাণ বৃদ্ধি পেলে ত্বকে প্রয়োজন পড়ে সুরক্ষার আবরণ। তাই হারানো সজিবতা ফিরে পেতে চন্দন হতে পারে রূপচর্চার নতুন সঙ্গি।আজকের লেখায় তাই আমরা জানাবো যেভাবে ত্বকের যত্নে চন্দন ব্যবহার করবেন তারই কিছু টিপস।
চলুন তাহলে জেনে নেওয়া যাক যেভাবে ত্বকের যত্নে চন্দন ব্যবহার করবেনঃ
১। এক টেবিল চামচ চন্দন তেলে এক চিমটি হলুদ এবং কর্পূর মেশান। মিশ্রণটি ত্বকে লাগান। ব্রণ, দাগ এবং ব্ল্যাকহেডস থেকে মুক্তি পেতে সারারাত রেখে দিন।
২। এক টেবিল চামচ শশার রস, এক টেবিল চামচ দই, এক চা চামচ মধু, আর সামান্য লেবুর রসে এক টেবিল চামচ চন্দন গুঁড়ো মিশিয়ে তৈরি করুন ফেসপ্যাক। ১৫ মিনিট ত্বকে লাগিয়ে রেখে ধুয়ে ফেলুন। এটি ত্বকের রোদে পোড়া দাগ দূর করবে।
৩। ১ টেবিল চামচ চন্দন গুঁড়ার সাথে নারকেল তেল মেশান, মিশ্রণটি ত্বকে লাগিয়ে রাখুন সারারাত। পরদিন ধুয়ে ফেলুন। ত্বকের কালচে দাগ দূর হবে।
৪। ১ টেবিল চামচ চন্দন গুঁড়া, ১ চা চামচ নারকেল তেল এবং সামান্য লেবুর রস মিশিয়ে মুখে লাগিয়ে রাখুন। আধা ঘণ্টা পর ধুয়ে ফেলুন।
এছাড়া চন্দন কাঠের তেল দিয়ে আলতো করে ম্যাসাজ করুন ত্বক। সারারাত রেখে পরদিন হালকা গরম পানি দিয়ে ধুয়ে নিন। ত্বক নরম ও কোমল হবে।
পিবিএ/ইকে