ত্রাণের চাল আত্মসাৎ : ইউপি চেয়ারম্যান আ’লীগ থেকে বহিষ্কার

পিবিএ, পাবনা : পাবনার বেড়া উপজেলার ঢালারচর ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি কোরবান আলী সরদার ত্রাণের চালসহ আটক হওয়ায় তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুরে কেন্দ্রীয় আওয়ামীলীগের নির্দেশে তাকে দলের সকল পদসহ প্রাথমিক সদস্য পদ থেকে বহিষ্কার করে পাবনা জেলা আওয়ামীলীগ।

জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি রেজাউল রহিম লাল ও সাধারণ সম্পাদক গোলাম ফারুক প্রিন্স স্বাক্ষরিত এক পত্রে তাকে বহিষ্কারের সিদ্ধান্তের কথা জানানো হয়।

উল্লেখ্য, সোমবার (১৩ এপ্রিল) রাতে পাবনার বেড়া উপজেলার বাঁধেরহাট এলাকা থেকে ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি কোরবান আলীকে আটক করে র‌্যাব। এ সময় তার নিজস্ব গোডাউন থেকে ২২৯ বস্তার সরকারি ত্রাণের চাল জব্দ করা হয়। এ ঘটনায় আমিনপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।

পিবিএ/শাহীন রহমান/ মোআ

আরও পড়ুন...