পিবিএ ডেস্ক: ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে ত্রিদেশী টুর্নামেন্টে শুরুটা দারুণ হয়েছিল বাংলাদেশের। আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ম্যাচটি পরিত্যক্ত হয়েছে বৃষ্টি বাধায়। তবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আজ ফিরতি ম্যাচটি জিতেই ফাইনাল নিশ্চিত করে ফেলতে চায় মাশরাফি বিন মুর্তজার দল
নিজের প্রিয় ব্যাটের গোলাপি গ্রিপের হাতলটায় ভর দিয়ে দাঁড়ালেন। পা-জোড়া আড়াআড়ি করে রাখা। মুশফিকুর রহিমের অলস অপেক্ষা। নেটে সৌম্য সরকার জমিয়ে ব্যাট করছেন। তাঁর ডাক কখন আসবে কে জানে! অপেক্ষা করার চেয়ে হালকা নক শুরু করে দেওয়াই ভালো। ঢাকা থেকে আসা বিসিবির এক কর্মীকে নিয়েই শুরু করে দিলেন অনুশীলন। ঠিক কোন উচ্চতায় বলগুলো চাইছেন, বুঝিয়ে-পড়িয়ে দিতে হলো বারবার। তাতেও সই। ব্যাটিংয়ের সুযোগ পাওয়াটাই হয়ে গেছে চ্যালেঞ্জ। নেটে কিংবা ম্যাচে!
মুশফিক তবু প্রথম ম্যাচে ২৫ বল খেলতে পেরেছেন। মাহমুদউল্লাহ-মিঠুন-সাব্বিরদের প্যাড পরে বসে থাকাই সার। দ্বিতীয় ম্যাচটায় এক বলও হয়নি, বাংলাদেশের অনুশীলনেও ব্যাঘাত ঘটিয়েছে বৃষ্টি। দুই দিন ধরে অবশ্য ডাবলিনের আকাশে ঝকঝকে রোদ। আজ মেঘের হালকা আনাগোনার পূর্বাভাস থাকলেও ম্যাচ ভেসে যাওয়ার শঙ্কা কম। ম্যাচটা হোক-বাংলাদেশ মনেপ্রাণে চায়। না খেলে ২ পয়েন্ট পাওয়ার চেয়ে খেলে ৫ পয়েন্ট হারানোও ভালো। মালাহাইডে আজকের প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ। ২ পয়েন্ট হলেই ফাইনাল। বাংলাদেশ তবু ৪ পয়েন্টই চায়, সম্ভব হলে বোনাসসহ ৫।
আজ নিশ্চিত হয়ে যেতে পারে ১৭ মের ফাইনালেও বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচের পুনরাবৃত্তি হবে কি না। বোনাস পয়েন্ট ছাড়া জিতলেও বাংলাদেশের পয়েন্ট হবে ১০। সবচেয়ে বাজে ফল ধরে নিয়ে শেষ ম্যাচে বাংলাদেশকে বোনাসসহ হারাতে পারলেও আয়ারল্যান্ডের পয়েন্ট হবে ৭। আসলে গাণিতিক হিসাবে বাংলাদেশ শেষ দুটি ম্যাচ হারলেও ফাইনালে খেলার সম্ভাবনার মধ্যে থাকবে। যেমন এই ম্যাচ বৃষ্টিতে ভেসে গেলেও বাংলাদেশের ফাইনাল নিশ্চিত। কিন্তু সেই হিসাবে বাংলাদেশ দল যেতেই চায় না।
বাংলাদেশ আজ ফাইনাল নিশ্চিত করে ফেলতে চাইবে আরও একটি কারণে। দুই দিন পরের ম্যাচটাকে তাহলে রিজার্ভ বেঞ্চ বাজিয়ে দেখার সুযোগ হিসেবে নিতে পারবেন কোচ। মালাহাইডেই আগের ম্যাচটা বৃষ্টিতে ভেসে যাওয়ায় স্টিভ রোডসের পরিকল্পনায় গড়বড় হয়ে গেছে। ওই ম্যাচ জিতলে শেষ দুই ম্যাচে একাদশ নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করবেন বলে ভেবে রেখেছিলেন। আপাতত বাংলাদেশের জন্য ফাইনাল নিশ্চিত করা জরুরি বলে সেরা একাদশ নামানোর পক্ষে টিম ম্যানেজমেন্ট।
ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যানদের ফর্মও বাংলাদেশের জন্য দুশ্চিন্তার। টুর্নামেন্টের সেরা তিন ব্যাটসম্যানই ব্র্যাডম্যানীয় গড়ে রান করে চলেছেন। ভিভ রিচার্ডসের রেকর্ড ভেঙে দ্রুততম ২ হাজারের মাইলফলক ছোঁয়া শাই হোপ তিন ম্যাচে করেছেন ৩০৯ রান। গত ম্যাচে ৩২৮ রানের বিশাল লক্ষ্যটা যে ক্যারিবীয়রা অনায়াসে পেরোল, তার মূলে সুনীল আমব্রিসের ১৪৮ রানের ইনিংস। সিরিজে তাঁর গড় ৯৩। চোটের কারণে ছিটকে যাওয়ার আগে এক ইনিংস খেলেছেন বলে জন ক্যাম্পবেলের গড় ১৭৯! তিন ওয়ানডেতে চারটি সেঞ্চুরি এসেছে ক্যারিবীয়দের ব্যাটে। এর মধ্যে হোপ তো বাংলাদেশকে পেলেই সেঞ্চুরির ইনিংস খেলা নিয়ম করে ফেলেছেন। বাংলাদেশের বিপক্ষে সর্বশেষ তিন ইনিংস-১৪৬ *, ১০৮ *, ১০৯।
ক্রিকেট শেষ পর্যন্ত ব্যক্তিগত নৈপুণ্যের মোড়কে দলীয় খেলাই। ব্যক্তিগত দ্বৈরথে হোপ জিতে গেলে কী হবে, দল হিসেবে বাংলাদেশ এখন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সব সময়ই ফেবারিট। সর্বশেষ ৬ ম্যাচের চারটিই জিতেছে বাংলাদেশ, যার মধ্যে আছে ওয়েস্ট ইন্ডিজকে তাদেরই মাঠে ২-১-এ সিরিজ হারিয়ে আসা। শুধু সাম্প্রতিক পরিসংখ্যান বলে নয়, বাংলাদেশের এগিয়ে থাকা গত এক দশকের হিসাবেও। ২০০৯ সালের সেই আলোচিত সিরিজ থেকে ধরলে মুখোমুখি লড়াইয়ে বাংলাদেশ ১২-১০-এ এগিয়ে আছে।
পিবিএ/আরআই