ত্রিদেশীয় সিরিজে সর্বোচ্চ রান ও উইকেট সংগ্রহে দাপুটে ছিলেন কারা?

পিবিএ,ঢাকা: যৌথভাবে ত্রিদেশীয় সিরিজে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ ও আফগানিস্তান। একনজরে দেখে নেওয়া যাক সিরিজ শেষে রান ও ও উইকেট সংগ্রহের দিক থেকে দাপুটে ছিলেন কারা।

পুরো সিরিজেই দাপুট দেখিয়েছে আফগানিস্তান। স্বাভাবিকভাবেই রান ও আর উইকেট দুটোতেই তাদের প্রাধান্য বেশি। আরেক দল জিম্বাবুয়ে একটি জয় পেলে ব্যাটে-বলে তাদের কিছু ক্রিকেটার পারফর্ম করেছেন ধারাবাহিকভাবে।

রান সংগ্রাহকের তালিকায় যৌথভাবে শীর্ষে আছে জিম্বাবুয়ে অধিনায়ক হ্যামিল্টন মাসাকাদজা ও আফগানিস্তানের তরুণ ক্রিকেটার সিরিজ সেরা রাহমানুল্লাহ গুরবাজ। তৃতীয় আছেন আফগান অলরাউন্ডার মোহাম্মদ নবী। চতুর্থ ও পঞ্চমে আছেন রিয়াদ-সাকিব।

বোলিংয়ের সেরা পাঁচে একমাত্র বাংলাদেশী সাইফুদ্দিন। শীর্ষে আছেন মুজিবর রহমান। দ্বিতীয়তে আছেন সাইফুদ্দিন। তৃতীয়তে আছেন জিম্বাবুয়ের এমপুফু। চতুর্থতে আছেন রশিদ খান। আর পঞ্চমে আরেক জিম্বাবুয়্যান কাইল জার্ভিস।

সর্বোচ্চ রানঃ

হ্যামিল্টন মাসাকাদজা (জিম্বাবুয়ে, ৪ ম্যাচে ১৩৩ রান)
রহমানুল্লাহ গুরবাজ (আফগানিস্তান, ৪ ম্যাচে ১৩৩ রান)
মোহাম্মদ নবী (আফগানিস্তান, ৪ ম্যাচে ১৩০ রান)
মাহমুদউল্লাহ রিয়াদ (বাংলাদেশ, ৪ ম্যাচে ১২৬ রান)
সাকিব আল হাসান (বাংলাদেশ, ৪ ম্যাচে ৯৬)।

সর্বোচ্চ উইকেটঃ

মুজিব উর রহমান (আফগানিস্তান, ৪ ম্যাচে ৭ উইকেট)
মোহাম্মদ সাইফউদ্দিন (বাংলাদেশ, ৪ ম্যাচে ৭ উইকেট)
ক্রিস এমপফু (জিম্বাবুয়ে, ২ ম্যাচে ৬ উইকেট)
রশিদ খান (আফগানিস্তান, ৪ ম্যাচে ৬ উইকেট)
কাইল জারভিস (জিম্বাবুয়ে, ৪ ম্যাচে ৬ উইকেট)

পিবিএ/ইকে

আরও পড়ুন...