পিবিএ ডেস্ক: ত্রিআয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় লেগের ম্যাচে সোমবার মাঠে নামবে টাইগাররা। এর আগে ত্রিদেশীয় সিরিজে প্রথম দেখায় ক্যারিবিয়ানদের ৮ উইকেটে হারায় মাশরাফির টিম বাংলাদেশ।
অন্যদিকে স্বাগতিক আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হওয়ায় পয়েন্ট ভাগাভাগি হয়।
ওয়েস্ট ইন্ডিজ তিন ম্যাচের মধ্যে দুটিতে জয়লাভ করে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে। অন্যদিকে বাংলাদেশ একটিতে জয় এবং অন্যটি পরিত্যক্ত হওয়ায় দুই নম্বরে রয়েছে। ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে সোমবারের ম্যাচে জয়লাভ করলে টাইগারদের ফাইনাল নিশ্চিত হবে।
আগামী বুধবার শেষ ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। ১৭ মে ফাইনাল অনুষ্ঠিত হবে।
ডাবলিনের ক্লোনটার্ফ মাঠে অনুষ্ঠিত হবে বাংলাদেশ-উইন্ডিজ ম্যাচ। দুই দলের লড়াই শুরু হবে বিকাল ৩টা ৪৫ মিনিটে। সেখান থেকে ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে গাজী টিভি ও বিটিভি।
ত্রিদেশীয় সিরিজ শেষে বাংলাদেশ ইংল্যান্ডের উদ্দেশে রওনা করবে। সেখানে ২০১৯ বিশ্বকাপে অংশ নেবে টাইগাররা। আগামী ২ জুন প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলবে বাংলাদেশ।
এরপর ৫ জুন নিউজিল্যান্ড, ৮ জুন ইংল্যান্ড, ১১ জুন শ্রীলঙ্কা, ১৭ জুন ওয়েস্ট ইন্ডিজ, ২০ জুন অস্ট্রেলিয়া, ২৪ জুন আফগানিস্তান, ২ জুলাই ভারত এবং ৫ জুলাই পাকিস্তানের বিপক্ষে অংশ নেবে বাংলাদেশ।
পিবিএ/এএইচ