পিবিএ র্স্পোটস ডেস্কঃ ক্রিকেটের মক্কা অভিজাত লর্ডসের খুব কাছেই মেইডা ভেল। স্পিনের জাদুকর শেন কিথ ওয়ার্নের নয়া ঠিকানা। আপাতত অ্যাশেজের ধারাভাষ্যকর হিসেবে যুক্তরাজ্যের মাটিতেই রয়েছেন তিনি। এরই মাঝে ত্রিমুখী যৌন-সংঘর্ষে লিপ্ত হয়ে এমন কান্ড ঘটালেন ওয়ার্ন, যা হয়তো ছাপিয়ে যাবে তাঁর অতীতের সমস্ত কু-কীর্তিকে।
ব্রিটিশ ট্যাবলয়েড ‘দ্য সান’ র একটি রিপোর্ট অনুযায়ী সম্প্রতি তাঁর নতুন ঠিকানায় তিন মহিলার সঙ্গে উদ্দাম যৌনক্রিয়ায় লিপ্ত হয়েছিলেন ৪৯ বছরের ‘হর্নি’ ওয়ার্ন। গোটা ঘটনাটি ওয়ার্ন ঘটিয়েছেন তাঁর ঘরের সমস্ত জানালা খোলা রেখেই। রিপোর্টে দাবি করা হয়েছে, উদ্দাম যৌনক্রিয়ার সময় ওয়ার্নের ঘর থেকে ভেসে আসা আওয়াজে নাকি বিরক্ত হয়ে উঠেছিলেন তাঁর প্রতিবেশীরা। ওয়ার্নের এক প্রতিবেশী দ্য সান’কে জানিয়েছেন, ঘরে তিন-তিনজন মহিলার সঙ্গে রীতিমতো পার্টি মুডে ছিলেন ওয়ার্ন। বাইরে কে কী শুনছে সেবিষয়ে কোনও ভ্রুক্ষেপই ছিল না তাঁর। জানালা খোলা থাকায় ভেতরে কী চলছে তা জানতে কোনও অসুবিধা হচ্ছিল না প্রতিবেশীদের।
ব্রিটিশ ট্যাবলয়েডে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, ওয়ার্নের অজ্ঞাতপরিচয় এক বান্ধবী তাঁর বিলাসবহুল জাগুয়ারে দুই যৌনকর্মীকে নিয়ে মঙ্গলবার ওয়ার্নের বাসভবনে প্রবেশ করেন। ওয়ার্নের বান্ধবীর পরিচয় না জানা গেলেও এসকর্ট ওয়েবসাইটের সূত্র ধরে পরিচয় জানা সম্ভব হয়েছে দুই যৌনকর্মীর। ব্রিটিশ ট্যাবলয়েডের রিপোর্ট অনুযায়ী সদ্য যৌবনে পা রাখা এক যৌনকর্মীর নাম ডেভিনা (১৯)। ‘পকেট রকেট’ নামেই ওয়েবসাইটে পরিচিত তিনি। অপর একজন বছর সাতাশের পপি পরিচিত ‘পার্টি গার্ল’ নামে। ঘন্টাদুয়েক যৌনক্রিয়ার পর মেইডা ভেল থেকে বেরিয়ে যান তিনজন।
দুই যৌনকর্মীকে নিয়ে ওয়ার্নের বাসভবন থেকে বেরিয়ে আসছেন তাঁর বান্ধবী
এই প্রথম নয়। যৌন-সংসর্গে পারদর্শী ওয়ার্ন ২০০০ এমন ঘটনায় শিরোনামে এসেছিলেন প্রথম। এক ব্রিটিশ নার্সকে আপত্তিকর মেসেজ পাঠিয়ে অস্ট্রেলিয়ার সহ-অধিনায়কত্বের পদ খুঁইয়েছিলেন স্পিনের জাদুকর। শতাব্দীর সেরা ডেলিভারি বেরিয়েছিল যার হাত থেকে, সেই ওয়ার্ন যে বেডরুমেও সমান পটু তাঁর প্রমাণ অনুরাগীরা পেয়েছিলেন ২০০৬। দুই ব্রিটিশ মডেলের সঙ্গে ত্রিমুখী যৌনক্রিয়ায় লিপ্ত ওয়ার্নের ভিডিও চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছিল ক্রিকেট দুনিয়ায়। ঘটনার পর স্বাভাবিকভাবেই দুই সন্তানের পিতা ওয়ার্নকে ছেড়ে চলে যান স্ত্রী সিমোনে।
২০১১ অভিনেত্রী লিজ হার্লির সঙ্গে কিংবদন্তি স্পিনারের সম্পর্ক প্রকাশ্যে আসে। এরপর নামী অন্তর্বাস টাইকুন মিচেল মোন। ওয়ার্নের নামের পাশে জুড়ে গিয়েছে একের পর এক মহিলার নাম। সম্প্রতি এই ঘটনার পরদিন সকালে আপন মেজাজে বাসভবনের বাইরে নিজের গাড়িতে উঠতে দেখা যায় স্পিনের জাদুকরকে। কু-কীর্তির শিরোনামে থেকেও নির্লিপ্ত ওয়ার্ন।
পিবিএ/এমআর