থাইল্যান্ডে বিদ্রোহীদের হামলায় নিহত ১৫

পিবিএ ডেস্ক: দেশটি সংখ্যাগরিষ্ঠ মুসলিম অধ্যুষিত দক্ষিণাঞ্চলে মঙ্গলবার গভীর রাতে একটি চেকপোস্টে বিদ্রোহীদের হামলায় এই হতাহতের ঘটনা ঘটে। এছাড়া এ ঘটনায় আরো ৪ জন গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্য আহত হয়েছে বলে বুধবার দেশটির সিকিউরিটি কর্মকর্তারা জানান। রয়টার্স

দেশটির সেনা মুখপাত্র প্রামোট প্রোম রয়টার্সকে জানান, বিদ্রোহীরা হামলা চালালে ঘটনাস্থলেই ১২ জন নিহত হয় এবং হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরো ৩ জনের মৃত্যু হয়।তিনি আরো জানান, সন্দেহভাজন মুসলিম বিদ্রোহীরা ওই হামলা চালিয়েছে। গত কয়েক বছরের মধ্যে দেশটিতে এটাই সবচেয়ে বড় হতাহতের ঘটনা। হামলাকারীরা সেখানে গুলিবর্ষণ করেছে এবং বিস্ফোরকও ব্যবহার করেছে।

তবে এখন পর্যন্ত কোনো গোষ্ঠী ওই হামলার দায় স্বীকার করেনি। গত কয়েক বছরে থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে প্রায়ই এমন হামলার ঘটনা ঘটছে। বিদ্রোহীরা বলছে, তারা ওই অঞ্চলকে স্বাধীন করতেই লড়াই করে যাচ্ছে।

পিবিএ/বাখ

আরও পড়ুন...