থানার পথে তরুণীর গায়ে আগুন দিল দুর্বৃত্তরা

পিবিএ, ভারত– এক তরুণী নিজের সঙ্গে হওয়া শ্লীলতাহানির অভিযোগ জানাতে পুলিশ স্টেশনে যাচ্ছিলেন। পথেই তাঁর গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয় অভিযুক্তরা। এই ঘটনায় প্রশাসনিক উদাসীনতার অভিযোগ উঠেছে।

১ ডিসেম্বর ভারতের উত্তরপ্রদেশের সীতাপুরে এই ঘটনা ঘটে।

দেশটির গণমাধ্যমে বলা হয়েছে, রাস্তা দিয়ে যাওয়ার সময় অভিযুক্তরা ২৮ বছরের তরুণীর শ্লীলতাহানি করে। কোনওরকম তাদের হাত ছাড়িয়ে ছুটে তখনই তাম্বোর পুলিশ স্টেশনে যান তিনি। কিন্তু সেখানে অভিযোগ না নিয়েই তাঁকে ফেরত পাঠানো হয়। বাড়ি ফিরে নিজের শ্বশুর-শাশুড়িকে সব জানান ওই তরুণী। পরের দিন তাঁরা পুলিশের হেল্পলাইন ১০০-তে ফোন করেন। অভিযোগ পেয়ে তাঁর বাড়িতে পুলিশের একটি দল এলেও থানায় গিয়ে লিখিত অভিযোগ করতে হবে বলে তারা চলে যায়। ১ ডিসেম্বর ফের থানায় যাচ্ছিলেন ওই তরুণী। পথে তাকে আটকিয়ে শ্লীলতাহনি করে অভিযুক্তরা আগুন লাগিয়ে দেয়। তরুণীকে আখক্ষেতের মধ্যে টেনে নিয়ে কেরোসিন ঢেলে আগুন জ্বালিয়ে দেয় তারা। চিত্‍কার শুনে আশপাশের লোক ছুটে এসে আগুন নিভিয়ে তাকে হাসপাতালে নিয়ে যায়। তরুণীর শরীরের ৬০% পুড়ে যাওয়ায় অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন ডাক্তাররা।

অভিযুক্তদের দুই জনকে আটক করেছে পুলিশ। কর্তব্যে অবহেলার দায়ে সাসপন্ড করা হয়েছে তাম্বোর থানার এসএইচও ওম প্রকাশ এবং হেড কনস্টেবল ছেদিলালকে।

পিবিএ/এমটি/এএইচ

আরও পড়ুন...