থোকায় থোকায় লিচু নেই এবার পাবনার ঈশ্বরদী উপজেলা’র লিচু বাগানগুলোতে। গাছে মুকুল বেশী থাকলেও ঝড়ে গেছে খড়া ও বৃষ্টিতে। তাই লিচু নিয়ে চিন্তায় চাষীরা,কি ঘটবে তাদের ব্যবসায়। মৌসুমের শুরুতে ঈশ্বরদী উপজেলা জুড়ে হালকা শিলা বৃষ্টি হয়েছে। এতে লিচুর ব্যাপক ক্ষতি হয়েছে। ছবিটি পাবনার ঈশ্বরদী উপজেলার জয়নগর এলাকা থেকে তোলা। বুধবার, ১৩ মে। ছবি : পিবিএ/ তুহিন হোসেন