পিবিএ,রাজবাড়ী: রাজবাড়ীতে পৌর টোল আদায়ের প্রতিবাদে রাস্তায় নেমেছে বাস মালিক গ্রুপ, রাজবাড়ী জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন ও ট্রাক মালিক সমিতির সদস্যরা।
সোমবার (১৫ এপ্রিল) সকাল ৬টা থেকে পৌরসভার কর্মচারীরা নিজেরাই টোল আদায়ে রাস্তায় নামলে তাদের প্রতিহত করতে রাজবাড়ী বাস টার্মিনাল এলাকায় অবস্থান নেয় তারা।
এতে করে রাজধানী ঢাকাগামীসহ পাশ্ববর্তী ফরিদপুর, ঝিনাইদহ, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, গোপালগঞ্জ রুটের যাত্রীবাহী বাস আটকা পড়েছে।এতে চরম ভোগান্তিতে পড়েছে এসব রুটের যাত্রীরা। ইতোমধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মাঠে নেমেছে পুলিশ।
পিবিএ/এফএস