দক্ষিণ আফ্রিকায় এক বাংলাদেশির মর্মান্তিক মৃত্যু

পিবিএ,দক্ষিণ আফ্রিকা: দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের ক্যাথলংয় এলাকায় নিকটবর্তী লোকেশনে কৃষ্ণাঙ্গ ডাকাতের দেয়া আগুনে রুবেল হোসেন নামের এক বাংলাদেশী নিহত হয়েছে। ১১ নভেম্বর সোমবার সকালে স্থানীয় একটি হাসপাতালে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। রুবেলের দেশের বাড়ি কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলায়।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ১০ নবেম্বর রবিবার রাত আনুমানিক ৩ টার দিকে একদল সন্ত্রাসী দোকানের দেয়াল ভেঙে উপরে টিন কেটে ভিতরে প্রবেশ করে। এসময় সন্ত্রাসীদল দোকানের থাকা নগদ টাকা এবং মূল্যবান মালামাল লুটে নেয়। আরো বেশি টাকা দাবী করে না পেয়ে ক্ষিপ্ত হয়ে সন্ত্রাসীরা প্রথমে তার পায়ে গুলি করে এরপর দোকানে থাকা কেরোসিন ঢেলে সমস্ত শরীরে আগুন ধরিয়ে দেয়।

রুবেল আগুনের দহন থেকে নিজেকে রক্ষা করতে পারেনি। খবর পেয়ে ঘটনাস্থলে আশেপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে মুমুর্ষ অবস্থায় হাসপাতালে নিয়ে যায়। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস চিকিৎসাধীন অবস্থায় গতকাল সকালে রুবেলের মৃত্যু হয়। এই নিয়ে দক্ষিণ আফ্রিকায় গত দুই সপ্তাহে আগুনে পুড়ে মারা গেছেন ৩ জন প্রবাসী।

পিবিএ/আরিফুর রহমান দিলু/বিএইচ

আরও পড়ুন...