পিবিএ,দক্ষিণ আফ্রিকা: দক্ষিণ আফ্রিকার পুমালাংগা প্রভিন্সের এরমেলোর স্টানড্ডারটন শহরের মোঃ শাহাদাৎ হোসেন মাসুম (৪১) নামে একজন বাংলাদেশী ব্যবসায়ী তার নিজ ব্যবসা প্রতিষ্ঠানে ডাকাতের গুলিতে নিহত হয়েছেন। ২৫ ডিসেম্বর স্থানীয় সময় আনুমানিক সকাল সাড়ে আটটার সময় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত মাসুমের দেশের বাড়ি চাঁদপুর জেলার মতলবে।
উল্লেখ্য, মাসুমের এক ঘনিষ্ঠ বিশিষ্ট ব্যবসায়ী মুঠোফোনে জানিয়েছেন যে , সকালের দিকে তার (স্পেয়ার পার্টস ) ব্যবসাপ্রতিষ্ঠান থেকে ডাকাত দলের একটি গ্রুপ এসে ব্যাটারি চুরি করে নিয়ে গেলে সাথে সাথে তার ফোনে এসএমএস আসে ।
সে এসএমএসের ভিত্তিতে ভিডিও ফুটেজ দেখে মাসুম ও তার সিকিউরিটি ডাকাতকে ধরতে সক্ষম হয় । এবং সাথে সাথে ডাকাত কে ধরে নিয়ে তার ব্যবসা প্রতিষ্ঠানে । এর মধ্যেই সিকিউরিটি সাথে ডাকাতের হাতাহাতি শুরু হয় ,এবং একপর্যায়ে ডাকাত সুকৌশলে সিকিউরিটির কোমর থেকে পিস্তল ছিনিয়ে নিয়ে মাসুম কে লক্ষ্য করে গুলি করে তার বুকে দুটি গুলি বিদ্ধ হয়ে নিজ ব্যবসা প্রতিষ্ঠানে নিহত হন।
স্থানীয় সূত্রে জানা যায়,নিহত মাসুম ১৯৯৭ সালে ব্যবসা-বাণিজ্য করার উদ্দেশ্য দক্ষিণ আফ্রিকায় আসেন। একে একে গড়ে উঠে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান এবং পুরা এরিয়াতে বিশিষ্ট ব্যবসায়ী হিসেবে পরিচিতি লাভ করেন ।ছোট-বড় দোকান কমপ্লেক্সসহ এবং গরুর খামার সহ নানান ব্যবসাপ্রতিষ্ঠান তার রয়েছেন।এমনকি দক্ষিণ আফ্রিকার শ্বেতাঙ্গ একটি সাদা মহিলার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন ।এবং বর্তমানে তার একটি ছোট শিশু সন্তান রয়েছে ।
ভাগ্যের নির্মম পরিহাস অল্প সময়ে এই দুনিয়ার মায়া ছেড়ে কাল সন্ত্রাসীদের গুলিতে কেড়ে নিল তার তাজা প্রাণ। এই নিয়ে চলতি মাসে সড়ক দুর্ঘটনা ও সন্ত্রাসীদের হাতে গুলিবিদ্ধ হয়ে একজন মহিলা সহ ছয় জন প্রবাসী বাংলাদেশি নিহত হন।
পিবিএ/আরিফুর রহমান দিলু/বিএইচ