আরিফুর রহমান দিলু, পিবিএ,দক্ষিণ আফ্রিকা: দক্ষিণ আফ্রিকার নিউক্যাসেল মাটাবিনী এরিয়ায় মোঃ ফারুক হোসেন নামে এক বাংলাদেশি ব্যবসায়ী ডাকাতদলের গুলিতে আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নিহত হয়েছেন। নিহতের দেশের বাড়ি টাঙ্গাইল জেলার মির্জাপুর থানার পেকুয়া ইউনিয়ন বাশতল গ্রামের জনাব ফালু মিয়ার ছেলে।
গত ২৩ নভেম্বর সকাল ৭টার সময় তার নিজ ব্যবসা প্রতিষ্ঠানে তিনজন ডাকাত দল এসে প্রথমে তার ক্যাশে ঢুকে নগদ অর্থ ও মূল্যবান পণ্য-সামগ্রী লুটে নিয়ে পালিয়ে যাওয়ার সময় ফারুক কে লক্ষ্য করে তার বুকের বাম পাশে একটি গুলি ছোড়ে ,গুলিবিদ্ধ হয়ে সাথে সাথে মাটিতে লুটিয়ে পড়ে ,খবর পেয়ে স্থানীয় প্রবাসীরা এসেই প্রথমে তাকে স্থানীয় মাটাডেনী নামক সরকারী হসপিটালে ভর্তি করেন।
দীর্ঘ এক মাস ২৫ দিন হাসপাতালে আই সি ইউনিটে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে গত ১৮ জানুয়ারী বাদ আসর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বিষয়টি মুঠোফোনে জানিয়েছেন তার শ্যালক মোঃ আব্দুর রহিম ও কমিউনিটি নেতা জনাব সামাল খান ।
বর্তমানে দেশে তার স্ত্রী, দুই ছেলে ও দুইটি কন্যা সন্তান রয়েছে । মৃত্যুর খবর শুনে দেশের আত্মীয়-স্বজনের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে । পরিবারের সদস্যগণ ও এলাকাবাসী কোনোভাবেই মেনে নিতে পারছে না তার মৃত্যুর সংবাদ।
উল্লেখ্য গত ২০০৫ সালে পিতা মাতা ও স্ত্রী সন্তানদের কে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে চলে আসে দক্ষিণ আফ্রিকা । প্রথমে সে চাকরি করে পরে ছোট্ট একটি ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলেন । কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস স্থানীয় কালা সন্ত্রাসীরা কেড়ে নিল তার তাজা প্রাণ । দেশ হারিয়েছে একজন রেমিটেন্স যোদ্ধা। বর্তমানে দক্ষিণ আফ্রিকায় ফারুকের ছোট ভাই মোঃ আব্বাস তার ভাতিজা ও একজন স্যলক রয়েছেন ।
নিহত ফারুকের নিথর দেহটি বর্তমানে একটি হাসপাতালে মর্গে রয়েছে । এবং লাশ আগামী মঙ্গল অথবা বুধবার দেশে পাঠানোর প্রক্রিয়া চলছে।
পিবিএ/বিএইচ