পিবিএ,দক্ষিণ আফ্রিকা: দক্ষিণ আফ্রিকার মাখালিস বার্গে মাসুম রানা নামে এক প্রবাসী বাংলাদেশি সড়ক দূর্ঘটনায় নিহত হয়েছে। নিহতের দেশের বাড়ি কেরানিগঞ্জের পূর্ব আকছাইলে বলে জানা গেছে। নিহত মাসুম রানা র মরদেহ বর্তমানে রোডিপোর্ট মর্গে রাখা হয়েছে। মাসুম রানার বন্ধু সেলিম জানান, রবিবার (৮ সেপ্টেম্বর) রাতে তিনি সহ মাসুম রানা এসাইলাম এক্সটেনশন করার জন্য প্রিটোরিয়া আসার পথে মর্মান্তিক সড়ক দূর্ঘটনা ঘটে।
এতে তিনি(সেলিম) অক্ষত থাকলেও মাসুম মারা যান। সেলিম আরো জানান, এখানে তার নিকটাত্মীয় কেউ নাই। তারপক্ষে মরদেহ দেশে পাঠানো অসম্ভব হয়ে পড়েছে। তিনি বাংলাদেশ দূতাবাস, বিভিন্ন বাংলাদেশি সংগঠন, বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং ব্যবসায়ীদের সহযোগিতা চেয়েছেন।
পিবিএ/আরিফুর রহমান দিলু/বিএইচ