দক্ষিণ আফ্রিকায় হৃদরোগে বাংলাদেশির মৃত্যু

শরীফ উদ্দিন, দক্ষিণ আফ্রিকা: দক্ষিণ আফ্রিকার নর্দান কেপ প্রদেশের ডিয়ার এলাকায় বাবলু মিয়া নামে এক বাংলাদেশি হৃদরোগে আক্রান্ত হয়ে
মৃত্যু হয়েছে।

জানাযায়, বেশ কিছুদিন পূর্বে হৃদরোগে আক্রান্ত হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। ক্রমানয়ে তার শারীরিক অবস্থা অবনতি হয়।অবশেষে শনিবার ২১জানুয়ারি বিকাল ৫টার দিকে মৃত্যুবরণ করেন।

মরহুম বাবুল মিয়া সিলেট শহর সংলগ্ন দক্ষিণ সুরমা উপজেলা কুচাই গ্রামের বাসিন্দা। তিনি প্রায় ১৮ বছর পূর্বে জীবিকার তাগিদে দক্ষিণ আফ্রিকায় আসেন। দীর্ঘদিন থেকে স্থানীয় এলাকায় ব্যবসা পরিচালনা করে আসছেন।
মরহুম বাবুল মিয়ার মরদেহ দেশে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানায় বেলাল আহমেদ।

আরও পড়ুন...