পিবিএ ডেস্ক : ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তির মালিকাধীন দক্ষিণ আফ্রিকার এক খনিতে বিস্ফোরণে কমপক্ষে ৫ জনের মৃত্যু হয়েছে। খনিগর্ভে আটকা পড়েছেন আরও অন্তত ২০ জন। এখনও পর্যন্ত তাদের উদ্ধার করা সম্ভব হয়নি।
জানা গিয়েছে, ভারতীয় বংশোদ্ভূত গুপ্তা ব্রাদার্সের মালিকাধীন এই খনিটি পরিত্যক্ত। খনিগর্ভের গ্যাস থেকেই বিস্ফোরণ ঘটে। প্রাথমিক অনুসন্ধানে পুলিশ জানতে পারে, খনিগর্ভে থাকা তামার তার চুরি করতে কয়েকজন খনিগর্ভে ঢুকেছিলেন। সে সময় গ্যাস পাইপ ফেটে দুর্ঘটনা ঘটে। জানা গেছে, গুপ্তা ব্রাদার্সের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠায় খনিটি বন্ধ করে দেওয়া হয়েছিল। তারপর থেকেই সেটি পরিত্যক্ত।
পিবিএ/জিজি