দক্ষিণ আফ্রিকার সন্ত্রাসীদের গুলিতে নিহত সায়মনের বাড়িতে শোকের মাতম

পিবিএ,নোয়াখালী: দক্ষিন আফ্রিকায় ব্যবসা প্রতিষ্ঠানে লুটপাটে বাঁধা দেওয়ায় সন্ত্রাসীদের গুলিতে আবদুর রহমান প্রকাশ সায়মন (২০) নামের এক বাংলাদেশী নিহত হয়ে। নিহত সায়নের বাড়ি নোয়াখালীর চাটখিল উপজেলার খিলপাড়া ইউনিয়নের শ্রীপুর গ্রামে। সে ওই গ্রামেন আলমগীর হোসেনের ছেলে। সায়মন শনিবার রাতে চিকিৎসাধীন অবস্থায় স্থানীয় একটি হাসপাতালে তার মুত্যু হয়। এরআগে সোমবার দক্ষিন আফ্রিকার জোয়ানাসবার্গের ফ্রিডম পার্ক এলাকায় খালুর দোকানে কাজ করছিলে সায়মন।

নিহত
প্রতীকী ছবি

হঠাৎ সে দেশের বেশ কয়েকজন নিগ্রো সন্ত্রাসী ডাকাতির উদ্দেশ্যে ব্যবসা প্রতিষ্ঠানে হানাদিয়ে লুটপাট শুরু করে। এ সময় সায়মন তাদের বাঁধা দিলে সন্ত্রাসীরা এলোপাথাড়ি গুলি ছুড়লে সে মারাতœক আহত করে। পরে আশপার্শ্বের লোকজন তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করলে শনিরার রাত ৮ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুর সংবাদ গ্রামের বাড়িতে পৌছলে শুরু হয় শোকের মাতম।

তার স্বজনরা জানায়, প্রায় দেড় বছর পূর্বে প্রায় ৭ লাখ টাকা খরচ করে সাউথ আফ্রিকাতে কাজের সন্ধানে যায় সায়মন। এরপর সে সেখানকার জোয়ানাসবার্গের ফ্রিডম পার্ক এলাকায় তার খালুর দোকানে কাজ করতো। তার লাশ দেশে আনার প্রক্রিয়া চলছে।

পিবিএ/জেএ/আরআই

আরও পড়ুন...