মো.শরীফ উদ্দিন, দক্ষিণ আফ্রিকা: জোবায়ের মামাতো ভাই হাবিবুর রহমান জানায়, সোমবার (২২আগস্ট) বিকাল সাড়ে ৫টার দিকে দোকান বন্ধ করে মাটাটিয়াল টাউনে গাড়িতে করে যাচ্ছিলেন বশির আহমেদ, জোবায়ের ইসলাম, কামরুল ইসলাম এবং স্থানিয় এক কৃষ্ণাঙ্গো নাগরিক।
জোবায়ের দোকানের চিকোরিটির অনুরোধে কৃষ্ণাঙ্গোকে মাটাটিয়াল টাউনে পৌঁছে দেয়ার জন্য গাড়ীর ভিতরে পিছনের সিটে বসার সুযোগ দেয় জোবায়ের। গাড়ী যখন মাউন প্লাজার নিকটবর্তী সামকেরের মেইন রোডে গাড়ী উঠার পূর্বমুহূর্ত স্থানীয় এই কৃষ্ণাঙ্গো নাগরিক গাড়ীর পেছনের সিটে বসা অবস্থায় পকেট থেকে বন্দুক বাহির করে গুলি চালায় বশির এবং জোবায়েরকে। ঘটনাস্থলে বশির আহমেদ মারা যায়। গুলিবিদ্ধ হয় জোবায়ের ইসলাম। ঘটনাস্থলে মাটিতে শুয়ে প্রাণে রক্ষা পায় জোবায়ের খালাতো বোনের স্বামী কামরুল ইসলাম। এ সময় কৃষ্ণাঙ্গো সন্ত্রাসী সবার কাছ থেকে মোবাইল টাকা পয়সা নিয়ে দ্রুত স্থান ত্যাগ করে। পরে গুরুতর আহত মুমূর্ষ অবস্থায় জোবায়ের ইসলামকে দ্রুত স্থানিয় হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।
বর্তমানে জোবায়ের হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তার অবস্থা এখনো আশঙ্কাজনক।