দক্ষিণ আফ্রিকায় অজ্ঞাত ব্যক্তির গুলিতে বাংলাদেশি নিহত

শরীফ উদ্দিন, দক্ষিণ আফ্রিকা: দক্ষিণ আফ্রিকার কেপটাউনে শাহ ইমন পলাশ নামে এক বাংলাদেশি অজ্ঞাত ব্যক্তির গুলিতে নিহত হয়েছে।

বুধবার (১৭জানুয়ারি) আনুমানিক সকাল ৯টার দিকে কেপটাউনের ইষ্টরিভার এলাকার একটি মেইন রোডের সিগন্যালে গাড়ি থামলে এমন সময় অজ্ঞাত ব্যক্তি তাকে কয়েক রাউন্ড গুলি করে পালিয়ে যায়। পরে আশপাশের স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশ নিয়ে যায়।

নিহতের স্ত্রী জানান, পলাশ সকালে কেলস রিভার এরিয়াতে গাড়ি বিক্রয়ের টাকা কালেকশনে করতে এক ব্যক্তির কাছে গিয়েছিলেন। তার পর থেকে উনার ফোন বন্ধ পাওয়া যায়। দুপুরের পর থেকে সারা বিকাল কোথায়ও তার খোঁজ খবর পাওয়া যায়নি। পরে রাত আনুমানিক ১০ টার দিকে স্থানীয় থানায় গিয়ে দেখতে পাই স্বামীর লাশ।

নিহত শাহ ইমন পলাশ নোয়াখালী জেলার চাটখীল থানার স্থায়ী বাসিন্দা। তিনি নোয়াখালীর অধিবাসী হলেও ছোট বেলা থেকে ঢাকা ১নং মিরপুরে দীর্ঘদিন ধরে তার মা- বাবা সহ বাস করতেন। জীবিকার তাগিদে প্রায় ষোল বছর পূর্বে দক্ষিণ আফ্রিকায় আসেন। তখন থেকে কেপটাউনে গাড়ির ব্যবসা করে আসছিলেন তিনি। এখানে তার স্ত্রী, এক মেয়ে এক ছেলে রয়েছে।

বৃহস্পতিবার (১৯জানুয়ারি) নিহত শাহ ইমন পলাশের জানাযার নামাজ বাদ মাগরিব রাইল্যান্ডসের মসজিদুল কুদসের প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালের ফ্লাইটে তার লাশ বাংলাদেশের উদ্দেশ্যে যাত্রা করেছে। শনিবার রাত একটার সময় ঢাকা বিমান বন্দরে পৌঁছ হবে বলে জানান গনমধ্যমকর্মী মোঃ সৌরভ।

আরও পড়ুন...