আরিফুর রহমান দিলু, পিবিএ, দক্ষিণ আফ্রিকা: দক্ষিণ আফ্রিকায় জোহানসবার্গ প্রভিন্সের রেন্ডবার্গের কসমোসিটিতে ডাকাতের গুলিতে আনোয়ার খান নামে এক বাংলাদেশি ব্যবসায়ীর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে।
উল্লেখ্য, বৃহস্পতিবার (১০অক্টোবর) রাত ৮ টার দিকে এশার নামাজ পড়তে মসজিদে যাওয়ার সময় আরেক বাংলাদেশির দোকানের সামনে সন্ত্রাসীদের কবলে পড়লে অতর্কিত গুলিতে আনোয়ার খানের পেটের বাম পাশে গুলিবিদ্ধ হন,খবর পেয়ে স্থানীয় প্রবাসী বাংলাদেশীদের সহযোগিতায় তাকে দ্রুত জোহানেসবার্গের হেলেন জোসেফ হাসপাতালে ভর্তি করা হয়। ভাগ্যের নির্মম পরিহাস চিকিৎসাধীন অবস্থায় দুইবার তার শরীরে অস্ত্রোপচার করা হলেও রবিবার (১৩ অক্টোবর) রাত ২ টার দিকে আইসিইউ-তে থাকা কালীন তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এ মৃত্যুর খবর শুনে দক্ষিণ আফ্রিকায় বসবাস রত প্রবাসী সহ দেশের আত্নীয় স্বজনের মধ্যে শোকের ছায়া নেমে আসে। এ নিয়ে চলতি বছর দেশটিতে সন্ত্রাসী ও ডাকাত দলের হাতে প্রাণ হারালেন ৪৪ বাংলাদেশি।
নিহত আনোয়ার খানের দেশের বাড়ি চট্টগ্রামের সাতকানিয়ার কালিয়াইশ ইউনিয়নের রসুলাবাদ গ্রামে।
তার দুই ছেলে ও এক মেয়ে সন্তান রয়েছে। গত ডিসেম্বরে দেশে গিয়ে দীর্ঘ ৯মাস থাকার পর ২২ সেপ্টেম্বর দক্ষিণ আফ্রিকায় ফিরেছিলেন। আজ (২১দিন) এক মাসের মধ্যে তাকে আবারো ফিরতে হচ্ছে লাশ হয়ে।
পিবিএ/জেডআই