দক্ষিণ আফ্রিকায় ডাকাতের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

KILL PBA

পিবিএ ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় আলমগীর হোসেন (২৮) নামে এক বাংলাদেশি যুবককে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা।দক্ষিণ আফ্রিকার নর্থওয়েস্ট প্রভিন্সের মাফিকিং শহর থেকে তাকে হত্যা করা হয়েছে।

আলমগীর হোসেনের গ্রামের বাড়ি নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় ১ নম্বর চরজব্বার ইউনিয়ন কাঞ্চন বাজার এলাকায়। মঙ্গলবার দক্ষিণ আফ্রিকা থেকে আলমগীর হোসেনের সহকর্মীরা তার মৃত্যুর খবর পরিবারের লোকজনকে জানান। সহকর্মীরা জানায়, চলতি বছরের মে মাসে আলমগীরের দোকানে ডাকাতির ঘটনা ঘটে। এরপর আলমগীর বাদী হয়ে স্থানীয় থানায় ডাকাতদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। অভিযুক্ত ডাকাতরা গ্রেপ্তার হওয়ার পর আদালত থেকে জামিনে বেরিয়ে আসে।

এরপর সোমবার আবারও তারা দোকানে ডাকাতি করে। আলমগীর বাধা দিলে তারা গুলি করে। এতে ঘটনাস্থলেই আলমগীর মারা যান।

পিবিএ/বাখ

আরও পড়ুন...