পিবিএ,আরিফুর রহমান দিলু,দক্ষিণ আফ্রিকা: দক্ষিণ আফ্রিকার পোর্ট এলিজাবেথ এরিয়ায় মোঃ হারুন নামে এক বাংলাদেশি ব্যবসায়ী ডাকাতের গুলিতে নিহত হয়েছে। গত ১৩ জানুয়ারী এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত হারুনের দেশের বাড়ি ফেনীর দাগনভূঞা উপজেলায়।
সোমবার দক্ষিণ আফ্রিকার পোর্ট এলিজাবেথ কষ্টান নামক জায়গায় থেকে ৩ বাংলাদেশি ব্যবসায়ী গাড়ি করে যাচ্ছে ( এবিআই) কোকাকোলার বিল পরিষোধ করতে । তাদের সাথে ২ লক্ষ ৫০ হাজার রেন্ড, বাংলাদেশী মুদ্রায় প্রায় (চৌদ্দ লাখ পঞ্চাশ হাজার টাকা ) ছিল।
কিছু দুর যাওয়ার পর কয়েকজন কৃষ্ণাঙ্গ ডাকাত দল গাড়ি ফলো করে তাদেরকে অবরুদ্ধ করে হারুনের কাছে টাকা চাইলে দিতে অস্বীকৃতি জানালে সঙ্গে সঙ্গে সন্ত্রাসীরা গুলি করে দেন। এরপর তিনি ঘটনাস্থলে মারা যায়। সাথে থাকা দুই বাংলাদেশি আতঙ্কিত হয়ে সঙ্গে থাকা সব রেন্ড দিয়ে দেন, তাৎক্ষণিকভাবে ওই সন্ত্রাসীরা দ্রুত স্থান ত্যাগ করেন। বছরের শুরুতেই চলে গেল একজন রেমিটেন্স যোদ্ধা ।
পিবিএ/বিএইচ