দক্ষিণ আফ্রিকায় নির্মমভাবে ২বাংলাদেশি খুন

শরীফ উদ্দিন, দক্ষিণ আফ্রিকা: দক্ষিণ আফ্রিকার কেপটাউনের ডেল্ফ এলাকায় দুর্বৃত্তদের গুলিতে নিজ ব্যবসা প্রতিষ্ঠানে নাজমুল হোসেন মুমিন (৫২) নামে এক বাংলাদেশি নিহত হয়েছে।

মঙ্গলবার (১১ জ্লুাই) সকালে কেপটাউনের লিডেন ডেল্ফ এলাকায় নিজ ব্যবসা প্রতিষ্ঠানে দুর্বৃত্তরা দোকানে ঢুকে নাজমুল হোসেনকে গুলি করে পালিয়ে যায়। ঘটনাস্থলে তার মৃত্যু হয়। দোকানে থাকা তার ছেলে মোঃ সজিব পুলিশকে কল দিলে ঘটনাস্থলে পুলিশ এসে লাশ ময়না তদন্তের জন্য নিয়ে যায়।

নিহতের বড় ছেলে মোঃ সজিব জানান, দোকানে ঢুকে ডাকাত দল বাবা কোন কিছু বুঝার আগে তাকে এগুলি করে পালিয়ে যায়।

নিহত নাজমুল হোসেন মুমিন ফেনী জেলার দাগনভূইয়া উপজেলার দুধমুখা শ্রী পুর ইউনিয়নের আমির উদ্দিন সর্দার বাড়ীর চান মিয়ার ছেলে। দেশে তার ৩ ভাই ৫ বোন রয়েছে। তিনি দীর্ঘ ১৩ বছর ধরে দক্ষিণ আফ্রিকায় বসবাস করে আসছেন। একেই দোকানে বড় ছেলে মোঃ সজিব সহ তিনি ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করতেন।

নিহত নাজমুলের মরদেহ দেশে পাঠানো হবে বলে জানান তার ছেলে মোঃ সজিব।

এদিকে, সোমবার (১০ জ্লুাই) রাত ৮টার দিকে জোহানসবার্গের পস্তুুরাজ এলাকায় ডাকাতের গুলিতে শামীম শিকদার (৪০) নামে আরো এক বাংলাদেশি খুন হয়েছে।

জানাযায়, চাঁদা দাবির করার পর টাকা না পেয়ে চাঁদাবাজরা দোকানের বাইরে থেকে শামীমকে লক্ষ করে গুলি চালালে তার মাথায় গুলিবৃদ্ধ হয়। দ্রুত তাকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত শামীম মাদারীপুরের শিবচর পৌরসভার ঠেঙ্গামারা গ্রামের মো. আনিছ শিকদারের ছেলে। দেশে তার স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়ে রয়েছে। তিনি প্রায় ১৪ বছর ধরে আফ্রিকায় বসবাস করে আসছেন। গত বছরের অক্টোবরে তিনি দেশে গিয়ে আবার ফিরে আসেন।

আরও পড়ুন...