দক্ষিণ আফ্রিকায় বাংলাদশি যুবককে ছুরিকাঘাতে হত্যা

africa-bd-dead

পিবিএ,ঢাকা: দক্ষিণ আফ্রিকার জুলু নাটাল প্রদেশের পিটা মেরিজবার্গে এক বাংলাদশি যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।

ঘটনাটি ঘটেছে রোববার বাংলাদেশ সময় রাত ৯ টার দিকে। দক্ষিণ আফ্রিকা প্রবাসী আরাফাত চৌধুরী পিবিএকে এ খবর জানিয়েছেন।

নিহত প্রবাসী যুবকের নাম মোহাম্মদ শাহপরাণ। তার বাড়ি ফেনীর মহিপাল মধ্যম চড়িপুরে।

আরাফাত চৌধুরী বলেন, সুপার মার্কেটের ভেতর দোকানের মালামালের দাম করে নিয়ে এক স্থানীয়র সঙ্গে ঝগড়ায় জড়িয়ে পড়েন নিহত ওই প্রবাসী। কথা কাটাকাটির একপর্যায়ে তাকে ছুরিকাঘাত করলে তিনি মারা যান।

পিবিএ/এফএস

আরও পড়ুন...