শরীফ উদ্দিন ,দক্ষিণ আফ্রিকা: দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ শহরের জুলিস স্ট্রেটে মাহিন ভূঞা (৩৩) ও তার স্ত্রী রুনা আক্তার (২৩) সন্ত্রাসীদের গুলি খুন হয়েছেন।তাদের সাথে থাকা দুই শিশু সন্তান প্রাণে বেঁচে যায়।
রোববার (৩ মার্চ) স্থানীয় সময় রাত সাড়ে ৯টার দিকে বাসার সামনে এই ঘটনা ঘটে।
জানাযায়, দুই অবুঝ মেয়ে নিয়ে সারাদিন ঘোরাঘুরি শেষে রাত সাড়ে ৯টার দিকে বাসায় ঢুকছিলেন। বাসার গেইট খোলার সময় উৎ পেতে থাকা সন্ত্রাসীরা মাহিন ও তার বাংলাদেশি স্ত্রীকে (গর্ভবতী) কয়েক রাউন্ড গুলি করে হত্যা করে পালিয়ে যায়। এসময় গাড়িতে থাকা ৫বছর এবং ৩বছরের দুই মেয়ে বেঁচে যায়। তারা বর্তমানে মাহিনের চাচাতো ভাইয়ের কাছে রয়েছে। যিনি মাহিনের ব্যবসা চালাতেন।
কিন্তু কি কারণে তাদেরকে হত্যা করা হয়েছে তা এখনো জানা যায়নি।
মাহিনের স্ত্রী গর্ভবতী ছিলেন। আগামী ৫ মার্চ তার ডেলিভারি তারিখ দিয়েছিলো ডাক্তাররা। আজ তারা লেনেসিয়ার এক বান্ধবীর বাসায় দাওয়াত শেষে অন্য কোথাও ঘুরাঘুরি শেষে রাতে বাসায় ফিরেন।
মাহিনের দুই ভাই জোহানেসবার্গের অদুরে সুয়েটোতে ব্যবসা করেন।
নিহত মাহিন ভূঞা নোয়াখালী জেলার সেনবাগ উপজেলার অর্জুনতলা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের উত্তর মানিকপুর গ্রামের ইসলাম পাটোয়ারী বাড়ির মো. হোসেন ভূঞার ছেলে মো. মহিন ভূঞা এবং তার স্ত্রী রুনা আক্তার। রুনা আক্তার একই উপজেলার কেশারপাড় ইউনিয়নের জমাদার বাড়ির মো. লিটনের মেয়ে।