দক্ষিণ আফ্রিকায় মিরসরাই এসোসিয়েশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

শরীফ উদ্দিন, দক্ষিণ আফ্রিকা: দক্ষিণ আফ্রিকায় নানা আয়োজনের মাধ্যমে চট্টগ্রাম জেলার ঐতিহ্যবাহী “মিরসরাই এসোসিয়েশন অব সাউথ আফ্রিকা” প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপযাপন করেছে।

সোমবার (৮ জানুয়ারি) রাজধানী প্রিটোরিয়ার বেটার বয়েজ ভিলেজে দিনব্যাপী নানা ইভেন্ট শেষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।

এসোসিয়েশনের সভাপতি সাইফুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহাদাত হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন মিরসরাই এসোসিয়েশনের উপদেষ্টা শাখাওয়াত হোসাইন, টিপু চৌধুরী, শওকত আলী রাসেল, এসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আশরাফ, প্রচার সম্পাদক মোঃ মাইন উদ্দিন, অর্থ সম্পাদ আফতাব উদ্দিন রাসেল সহ সিরাজুল ইসলাম,শাহাদাত হোসেন ববি প্রমুখ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় পুলিশ কর্মকর্তা কর্নেল রামা পল, ইসলামিক ফোরাম অব আফ্রিকা’র সভাপতি মো. মোশাররফ হোসাইন, সেক্রেটারী জেনারেল ইব্রাহিম আহমেদ, দক্ষিণ আফ্রিকা বিএনপি (নর্থ) আহবায়ক জহিরুল আলম তরুণ, বাংলাদেশ এসোসিয়েশন অব প্রিটোরিয়ার সভাপতি রাসেদ আলী রাসেল, শাপলা টিভি’র প্রধান নির্বাহী নোমান মাহমুদ, যমুনা টিভি প্রতিনিধি নুরুল আলম, জাগো নিউজ প্রতিনিধি ফারুক আস্তানা।

আরো উপস্থিত ছিলেন আনিসুর রহমান, আমজাদ হোসেন সয়ন, আব্দুল মনিম মুন্না, কামরুল হোসেন, মো. বাবুল, রাসেল, শামছুউদ্দিন, শাহাব উদ্দিন, মোহাম্মদ মিরু, আলাউদ্দিন, মোঃ রুবেল, আলমগির হোসেন, আব্দুল মান্নান, তারেক রহমান, মোঃ ইয়াসিন, মোঃ আব্দুল্লাহ, নুর নবী, মেহেদি হাসান, মোঃ শাহিন, টিটু প্রমুখ।

এছাড়াও বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরিশেষে পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক পরিবেশনা মাধ্যমে অনুষ্ঠান শেষ করা হয়।

আরও পড়ুন...