পিবিএ,নোয়াখালী: পরিবার পরিজনের মুখে হাসি ফুটাতে দক্ষিণ অফ্রিকায় গিয়ে সন্ত্রাসীদের গুলিতে নিহত ইব্রাহিম খলিলের পরিবারে চলছে শোকের মাতম। কবিরহাট উপজেলার নরোত্তমপুর ইউনিয়নের নূর সোনাপুর গ্রামের আবুল খায়েরের ছেলে ইব্রাহিম । রবিবার রাত ১২টার দিকে তার নিজ ব্যবসা তিনি সন্ত্রাসীদের গুলিতে ও চুরিকাঘাতে খুন হন।
জানা গেছে, জীবিকার তাগিদে ও পরিবারের সদস্যদের মুখে হাসি ফুটাতে ২০১০ সালে দক্ষিণ আফ্রিকায় আফ্রিকায় পাড়ি জমান ইব্রাহিম। পরে নর্থ ওয়েস্ট প্রদেশের অট্টস্যাডেল শহরে একটি ব্যবসা প্রতিষ্ঠান চালু করেন। পরবর্তীতে তার শালা জসিম উদ্দিনকেও আফ্রিকায় নিয়ে যান তিনি। জসিম যাওয়ার পর আরও একটি ব্যবসা প্রতিষ্ঠান চালু করেন ইব্রাহিম। এর পর থেকেই স্থানীয় কিছু সন্ত্রাসী তার কাছে মোটা অংকের চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকার করায় রবিবার রাতে সন্ত্রাসীরা তার দোকানে হামলা চালিয়ে মালামাল লুট করতে গেলে তিনি বাধা দেয়ায় সন্ত্রাসীরা তাকে গুলি করে ও কুপিয়ে পালিয়ে পায়। পরে স্থানীয় লোকজন ইব্রাহিমকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে ইব্রাহিমের মৃত্যুর খবর গ্রামের বাড়িতে পৌঁছলে এলাকায় শোকের ছাড়ায় নেমে আসে। ইব্রাহিমের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন নিহতের স্বজন ও এলাকাবাসী । জাতীসংঘের মাধ্যমে আফ্রিকায় বাংলাদেশীদের হত্যার বিচার দাবি করার জন্য সরকারের প্রতি আহবান জানান তারা।
স্থানীয় নরোত্তমপুর ইউনিয়নের মেম্বার বাহার উদ্দিন জানান, সরকারের কাছ দাবি এই হত্যাকান্ডের যেন বিচার হয়। আর কোন প্রবাসী যেন সন্ত্রাসীদের হাতে এমন নির্মম খুনের শিকার না হয় সে ব্যাপারে সরকার যথাযথ প্রদক্ষেপ গ্রহন করবে এটাই প্রত্যাশা সবার।
পিবিএ/ ওয়াই ই/জেডআই