দক্ষিণ আফ্রিকায় সফরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী

শরীফ উদ্দিন, দক্ষিণ আফ্রিকা: রাষ্ট্রীয় সফরে দক্ষিণ আফ্রিকা আসছেন বাংলাদেশ সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, এম.পি। তিনি এ সফরে দক্ষিণ আফ্রিকা সরকারের বিভিন্ন মন্ত্রণালয় এবং বিজনেস ফোরামের সাথে বৈঠকে মিলিত হবেন।

বুধবার (১ ফেব্রুয়ারী) বিকেল ৫টার দিকে জোহানেসবার্গ ও আর থাম্বো আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌছেছেন বাংলাদেশ সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোঃ শাহরিয়ার আলম, এমপি। তিনি এ সফরে দক্ষিণ আফ্রিকা সরকারের বিভিন্ন মন্ত্রণালয় এবং বিজনেস ফোরামের সাথে বৈঠকে মিলিত হবেন। এয়ারপোর্টে প্রতিমন্ত্রী মহোদয়কে বাংলাদেশ আওয়ামীলীগ ও আওয়ামী যুবলীগের নেতা কর্মীরা শুভেচ্ছা জানান।

বৃহস্পতিবার ২ ফেব্রুয়ারী পররাষ্ট্র প্রতিমন্ত্রী হোটেল শেরাটনে বাংলাদেশী পণ্যের প্রদর্শনী অনুষ্ঠান ‘মেইড ইন বাংলাদেশে’ যোগ দিয়াছেন। বিকেলে প্রিটোরিয়া নর্থে পররাষ্ট্র প্রতিমন্ত্রীকে সংবর্ধনা দিবে দক্ষিণ আফ্রিকা আওয়ামী। শুক্রবার ৩ ফেব্রুয়ারী বাংলাদেশ দূতাবাসে সর্বস্তরের প্রবাসীদের সাথে মতবিনিময় করেন তিনি।

পরবর্তীতে দক্ষিণ আফ্রিকার পাশ্ববর্তী দেশ বোতসোয়ানা এবং সোয়াজিল্যান্ড সফরে যাওয়ার কথা রয়েছে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর।

আরও পড়ুন...