মো.শরীফ উদ্দিন, দক্ষিণ আফ্রিকা: সৌদি আরবের মক্কার মসজিদুল হারাম ও মদিনার মসজিদে নববীর ইমাম ও খতিব শেখ মাহের আল মিকাইল দক্ষিণ আফ্রিকা সফরে এসেছেন।
শুক্রবার (১৩জানুয়ারি) দেশটির ঘাউটেং প্রদেশের প্রিটোরিয়ার লোডিয়ামের মসজিদ উস সালামে (টিএমএস) পবিত্র জুম’আ নামাযের খুতবা ও ইমামতি করেন। তিনি অত্র মসজিদে জুমার নামাজ পড়াবেন শুনে হাজার ও ধর্মপ্রাণ মুসলমান বিভিন্ন এলাকায় থেকে সুটে আসেন। দূর দূরান্ত থেকে প্রবাসী বাংলাদেশীরা এ মসজিদে এসে জুমার নামাজ আদায় করেন।
নামাজ শেষে কাবার ইমাম স্থানীয় মুসল্লীদের সাথে মতবিনিময় করেন।