অভিবাসী বিরোধী দাঙ্গা

দক্ষিণ আফ্রিকা থেকে চলে যাচ্ছে ৬৪০ নাইজেরিয়ান

 

আরিফুর রহমান দিলু, পিবিএ, দক্ষিণ আফ্রিকা: গত কয়েক সপ্তাহ থেকে দক্ষিণ আফ্রিকাতে চলমান পরিস্থিতিতে অভিবাসী বিরোধী আন্দোলনে কয়েক হাজার অভিবাসীদের মত নাইজেরিয়ান অভিবাসীরাও চরম আতঙ্ক মধ্যে রয়েছেন। ইতিমধ্যে অভিবাসী বিরোধী আন্দোলনে নাইজেরিয়ানদের বেশ কিছু ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করেছে আন্দোলনকারীরা।
দক্ষিণ আফ্রিকায় বসবাসরত কোন নাইজেরিয়ান যদি নিজ ইচ্ছায় দক্ষিণ আফ্রিকা ছেড়ে চলে যেতে চায় তাহলে নাইজেরিয়ান সরকার তাদের কে দেশে যাওয়ার ব্যবস্থা করবে বিনা খরচে। এমনটি জানিয়েছেন নাইজেরিয়ান সরকার ,গত সপ্তাহে তিনি এ ঘোষণা দেন।
সরকারের ঘোষণার পর এ পর্যন্ত ৬৪০ জন নাইজেরিয়ান নাগরিক দক্ষিণ আফ্রিকায় নাইজেরিয়ান দূতাবাসের নিবন্ধন করেছেন , এমনকি পর্যায়ে ক্রমে এর সংখ্যা আরো বাড়তে পারে বলে জানিয়েছেন নাইজেরিয়ান সরকারের একজন মুখপাত্র।

পিবিএ/বাখ

আরও পড়ুন...