শরীফ উদ্দিন,দক্ষিণ আফ্রিকা: অবৈধ পথে বন জঙ্গল পাড়ি দিয়ে দক্ষিণ আফ্রিকায় যাওয়ার (সড়ক) পথে মোজাম্বিকের তেতে প্রদেশের জঙ্গলে হৃদয় চন্দ্র দাস (২৫) নামে এক বাংলাদেশি তরুণের মৃত্যু হয়েছে। আরো তিন জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এবং পাঁচজন বাংলাদেশি পুলিশ হাজতে রয়েছে। তারা বাংলাদেশ থেকে দক্ষিণ আফ্রিকার উদ্দেশ্যে যাত্রা করেন বলে জানাযায়।
মোজাম্বিকের গণমাধ্যমকর্মী এম আর মুজিব জানান, বাংলাদেশ থেকে ৯জনের একটি গ্রুপ বন জঙ্গল দিয়ে দক্ষিণ আফ্রিকার উদ্দেশ্যে যাত্রা করেন। পথে মধ্যে খাদ্য পানী এবং ঘুমানোর সুব্যবস্থা না থাকায় খোলা আকাশের নিচে অযত্নে অবহেলায় অনিরাপদে যাত্রা পথে ম্যালেরিয়ায় আক্রান্ত হন হৃদয় চন্দ্র দাস সহ ৪ বাংলাদেশি নাগরিক। মালাউ হয়ে মোজাম্বিকের তেতে প্রদেশের জঙ্গল পথে যাত্রা করে তারা। মঙ্গলবার (২৭ ডিসেম্বর) বিকালে মালাউ এবং মোজাম্বিক বর্ডারের নিকটতম মুয়াতিজ পাহাড়ি জঙ্গলে হৃদয় চন্দ্র দাস মৃত্যু বরণ করে। দালাল চক্র মৃত হৃদয়কে জঙ্গলে পেলে রেখে চলে যায়। আক্রান্ত তিনজনকে মোজাম্বিকের তেতের একটি হাসপাতালে ভর্তি করে। বর্তমানে তারা ৩জন হাসপাতাল চিকিৎসাধীন রয়েছে। আর বাকী পাঁচ জন স্থানীয় পুলিশ হাজতে রেখেছে। হৃদয়ের লাশ বর্তমানে মোজাম্বিকের তেতে হাসপাতালের মর্গে রয়েছে।
নিহত হৃদয় চন্দ্র দাস নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার রাজগঞ্জ ইউনিয়নের ৯নং নানুপুর টঙ্গীরপাড় বটিকা গ্রামের হোরো লাল চন্দ্র দাসের ছেলে।
চলতি বছর মোজাম্বিক, লোসোথু ও মালাউ বন জঙ্গল হয়ে দক্ষিণ আফ্রিকা যাওয়ার পথে ম্যালেরিয়া আক্রান্ত হয়ে সাত -দশ জন বাংলাদেশির মৃত্যু হয়েছে।