দক্ষিণ আফ্রিকা সিরিজের সূচি চূড়ান্ত করল বিসিবি

২০২৩ সালের জানুয়ারিতে শ্রীলংকার মাটিতে পর্দা উঠবে যুব বিশ্বকাপের। এই টুর্নামেন্টের বেশ আগেই প্রস্তুতি নেয়া শুরু করে দিয়েছে সাবেক বিশ্বচ্যাম্পিয়নরা।

আগামী জুলাইয়ে বিশ্বকাপ প্রস্তুতির অংশ হিসেবে দক্ষিণ আফ্রিকার যুবাদের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। এরপর ভারতের মাটিতে একটি ত্রিদেশীয় সিরিজ খেলার কথা রয়েছে টাইগার যুবাদের।

পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ ৬ জুলাই খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। এরপর বাকি দুই ম্যাচ ৯ ও ১১ জুলাই খুলনায় হবে। প্রায় অর্ধযুগ ধরেই খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে নেই আন্তর্জাতিক খেলা।

সিরিজের শেষ দুই ম্যাচের ভেন্যু রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়াম। আজ (৩১ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমনটাই জানিয়েছে বিসিবি।

এদিকে রাজশাহীতে প্রায় এক যুগ পর পাকিস্তান যুব দলের বিপক্ষে সিরিজ দিয়ে খেলা মাঠে গড়িয়েছিল। আফ্রিকা যুবাদের বিপক্ষে রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে সিরিজের শেষ দুই ম্যাচ মাঠে গড়াবে ১৪ ও ১৭ জুলাই।

সাম্প্রতিক সময়ে খুব একটা ভালো সময় যাচ্ছে না টাইগার যুবাদের। ঘরের মাটিতে সবশেষ পাকিস্তানের বিপক্ষে সিরিজে ভালো করতে পারেনি আরহার আমীনের দল। শুরুতে টেস্ট হারের পর ওয়ানডে সিরিজও টাইগার যুবারা হেরে যায় ৪-১ ব্যবধানে।

আরও পড়ুন...