দক্ষিন আফ্রিকা প্রবাসীদের এটিএম কার্ড বাংলাদেশে অকার্যকর, প্রবাসীদের দুর্ভোগ

আরিফুর রহমান দিলু,পিবিএ,আফ্রিকা: দীর্ঘদিন ধরে যেসব দক্ষিণ আফ্রিকা প্রবাসী বাংলাদেশি ওই দেশের ব্যাংক অ্যাকাউন্টের এটিএম(ভিসা) কার্ড ব্যবহারের মাধ্যমে টাকা উত্তোলন করে আসছিলেন গত দুই সাপ্তাহ ধরে এই সুযোগটি বন্ধ করে দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

প্রবাসীরা দেশে এসে সহজ উপায়ে যে কোনো ব্যাংকের এটিএম থেকে টাকা উত্তোলন করতে পারতেন। এখন এটিএম কার্ডটি দেশের কোনো বুথে আর একসেপ্ট করছে না।

এই বিষয়ে দক্ষিণ আফ্রিকার এফএনবি ব্যাংকের ভিসা ডিপার্টমেন্ট জানিয়েছে, তাদের পক্ষ থেকে এটিএম কার্ডে বাংলাদেশে টাকা উত্তোলন করতে কোনো বাধানিষেধ নেই। তবে কেন টাকা লেনদেন হচ্ছে না এই বিষয়টি নিয়ে ভিসা কোম্পানির সাথে শিগগিরই আলোচনা করবেন এফএনবি কর্তৃপক্ষ জানিয়েছেন।

এদিকে বাংলাদেশে ডাচ্ বাংলা ব্যাংকের করপোরেট হেডের কাছে টেলিফোনে বিষয়টি জানতে চাইলে তিনি জানান, সম্প্রতি ইউক্রেনের একদল এটিএম(ভিসা) কার্ড জালিয়াতি চক্র ভিসা কার্ড ব্যবহার করে কোটি টাকা বিভিন্ন ব্যাংক থেকে হাতিয়ে নেয়ায় ঘটনায় বাংলাদেশ ব্যাংক বর্তমানে পৃথিবীর কোনো দেশের ভিসা কার্ড বাংলাদেশে ব্যবহার করতে দিচ্ছে না।

অনাকাঙ্ক্ষিত এই ঘটনায় নিয়মিত এটিএম ভিসা কার্ড ব্যবহারকারী প্রবাসী ও তাদের পরিবার বেকায়দায় পড়েছে।

পিবিএ/জেআই

আরও পড়ুন...