পিবিএ, ঢামেক: রাজধানীর চকবাজারে চুড়িহাট্টায় অগ্নিকান্ডে চিকিৎসাধীন দগ্ধ জাকির হোসেন (৪৫) নামে আরও একজনের মারা গেছে। এনিয়ে মৃত্যের সংখ্যা বেড়ে ৭১।
স্ত্রী খাদিজা বেগম জানান, জাকিরের বাড়ি টাঙ্গাইলে। পরিবার নিয়ে ঢাকার ৪২ ইসলামবাগ থাকতেন তিনি। পুরান ঢাকার আরমানিটোলায় মামার ব্যাবসা প্রতিষ্ঠানে কাজ করতেন তিনি। ওইদিন রিকশাযোগে চুড়িহাট্টা দিয়ে বাসায় ফেরার সময় বিস্ফোরণে দগ্ধ হন তিনি।
এর আগে সোমবার (২৫ ফ্রেরুয়ারি) দিনগত রাতে ঢামেক হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় রিকশাচালক আনোয়ার হোসেন ও সোহাগ পরে শুক্রবার (১ মার্চ) ভোরে রেজাউলসহ তিনজনের মৃত্যু হয়।
ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া (ইন্সপেক্টর) পিবিএ’কে বিষয়টি নিশ্চিত করেছেন।
পিবিএ/এইচএ/জেডআই