পিবিএ, ঢামেক : ফেনীর সোনাগাজীর মাদ্রাসা ছাত্রী ঢাকা মেডিকেল বার্ন ইউনিটের লাইফ সাপোর্টে থাকা নুসরাত জাহান রাফিকে সিঙ্গাপুর পাঠানোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ঢাকা মেডিকেল বার্ন ইউনিটের সমন্বয়ক সামন্ত লাল সেন এই তথ্য জানান। তিনি বলেন, কিছুক্ষণ আগে মাননীয় প্রধানমন্ত্রী আমার সাথে ফোনে কথা বলেছেন। মাদ্রাসা ছাত্রী নুসরাতের সর্বশেষ শারীরিক অবস্থা জেনেছেন। নুসরাত এর সমস্ত কন্ডিশন লিখিতভাবে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে পাঠানোর জন্য প্রধানমন্ত্রীর নির্দেশ দিয়েছেন। তা পাঠানোর পর সেখান থেকে যদি কন্ডিশন পারমিট হয় তাকে সেখানে নেওয়ার জন্য তাহলে তাকে পাঠানোর ব্যবস্থা করা হবে।
এ সময় ডাঃ সেনের সঙ্গে ছিলেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া। তিনিও নুসরাত এর চিকিৎসা সার্বিক খোঁজ-খবর নেন।
পিবিএ/এইচ এ/জেডআই