পিবিএ ঢামেক : ফেনী সোনাগাজীতে পরীক্ষা কেন্দ্রে ঝলসে দেওয়া মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফিকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে। তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী তাকে বেলা বারোটার দিকে লাইফ সাপোর্টে নেয়া হয়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল বার্ন ইউনিটের অধ্যাপক ডাক্তার মোঃ আবুল কালাম জানান, মাদ্রাসা ছাত্রী রাফি প্রথম থেকেই আশঙ্কাজনক অবস্থায় আইসিও’তে ভর্তি ছিল। তার শ্বাসনালীসহ শরীরের ৭৫ ভাগ দগ্ধ হয়েছিল। সকাল থেকে তার অবস্থা অবনতি হওয়ায় তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে।
এর কিছুক্ষণ আগে মাদ্রাসা ছাত্রী রাফির ছোট ভাই রাশেদুল হাসান রায়হান বলেন, চিকিৎসকরা আমাকে জানিয়েছেন আমার বোনের অবস্থা খুবই খারাপ। সে এই অবস্থা থেকে বেঁচে ফিরতেও পারে, আবার নাও ফিরতে পারে। তবে আমার বোনকে বাঁচানোর জন্য সর্বাত্মক চেষ্টা করর তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়া অনুরোধ জানাচ্ছি। সকাল থেকে আমার বোন কথা বলতে পারছে না। খুব শ্বাসকষ্ট হচ্ছে, যন্ত্রণায় কাতরাচ্ছে সে।
এর আগে গতকাল রবিবার শারীরিক অবস্থা এখনো আশঙ্কাজনক বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল বার্ন ইউনিটের আবাসিক সার্জন ডাক্তার পার্থ শংকর পাল। সাংবাদিকদের তিনি বলেন মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফি বার্ন ইউনিটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি রয়েছে। তার শরীরের ৭৫ ভাগ দগ্ধ হয়েছে। তবে তার শ্বাসনালী দগ্ধ নেই।
পিবিএ/এইচএ/জেডআই