দগ্ধ রাফির সর্বশেষ কন্ডিশন সিঙ্গাপুরে পাঠানো হয়েছে

পিবিএ,ঢাকা: দগ্ধ মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফির শারীরিক অবস্থা আগের মতই রয়েছে। সকালে মেডিকেল বোর্ড তাকে দেখে সর্বশেষ কন্ডিশন সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের চিকিৎসকদের পাঠিয়েছেন। ঘণ্টাখানেক পর সেখানকার চিকিৎসকরা রাফির চিকিৎসার জন্য নতুন করে সাজেশন দিবে বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল বার্ন ইউনিটের সমন্বয়ক ডাঃ সামন্ত লাল সেন।

সকাল সাড়ে ১১ টার দিকে বার্ন ইউনিটের সভাকক্ষে উপস্থিত সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। ডাঃ সেন বলেন, সকালে বোর্ডের সবাই মিলে লাইফ সাপোর্টে থাকা রাফিকে দেখেছি। গতকাল রাতেই সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের চিকিৎসকরা রাফির সর্বশেষ অবস্থা জানাতে বলেন। এরপর সকালে তার সর্বশেষ শারীরিক অবস্থার সব কাগজপত্র পাঠিয়েছি। তারাও ইতোমধ্যে তা পেয়েছেন বলে কনফার্ম করেছেন। এবং এই বিষয়ে এনেস্তেশিয়ান, আইসিইউ, কিডনি বিশেষজ্ঞসহ তারা মিটিংয়ে বসেছেন। ঘণ্টাখানেক পরে তারা আমাদের নতুন করে সাজেশন দিবেন।,

তিনি আরো বলেন, গতকাল অস্ত্রোপচারের পর থেকে তার এখন শ্বাস নিতে একটু আরাম হচ্ছে।

এক প্রশ্নর জবাবে তিনি বলেন, অন্যান্য দেশের স্ট্যান্ডার্ড অনুযায়ী এখানে রাফির চিকিৎসা চলছে। তার শরীরের ৮০ শতাংশ দগ্ধ। এর মধ্যে ৭০ শতাংশই গভীরভাবে দগ্ধ। তার অবস্থা এখনও আশঙ্কাজনক।

পিবিএ/এইচএ/হক

আরও পড়ুন...