পিবিএ,বদলগাছী (নওগাঁ): নওগাঁর বদলগাছীতে কোলা ইউনিয়নে কোভিড-১৯ মোকাবেলায় জনসচেতনতা ব”দ্ধির লক্ষ্যে স্বাস্থ্য সুরক্ষায় দরিদ্র ও ঝুকিপূর্ণ পরিবারের মাঝে সার্জিক্যাল মাস্ক, হাত ধোয়ার সাবান ও ব্লিচিং পাউডার বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার বেলা সাড়ে ১২ টায় কোলা ইউনিয়নের আয়োজনে ও এলজিএসপি-৩ এর অর্থায়নে ইউনিয়ন পরিষদ চত্বরে ভারপাপ্ত চেয়ারম্যান শাহীনুর ইসলাম স্বপন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ঐ ইউপির দরিদ্র ও ঝুকিপূর্ণ শতাধীক পরিবারের মাঝে উপজেলা নির্বাহী অফিসার মুহাঃ আবু তাহির এই সামগ্রীগুলো বিতরণ করেন।
এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কোলা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ফজলুর রহমান। আরো উপস্থিত ছিলেন কোলা ইউপি সদস্য শাহিন, হারুনুর রশিদ, উজ্জল, স্বপন, আবু সাঈদ, সিরাজুল ইসলাম ও সুরুজ প্রমূখ।
পিবিএ/মোঃ খালিদ হোসেন মিলু/এসডি