দলত্যাগ করে কংগ্রেসে যোগ দিল বিজেপির ৩শ নেতাকর্মী

কংগ্রেস বনাম বিজেপি

পিবিএ ডেস্ক: ভারতের লোকসভা নির্বাচনকে সামনে রেখে ভাঙ্গা-গড়ার খেলা চলছে। ক্ষমতাসীন বিজেপিও রেহাই পাচ্ছে না, সেখানেও বাজছে ভাঙ্গনের সানাই। বিজেপি ছেড়ে কংগ্রেসে যোগ দিল ৩০০ বিজেপি নেতাকর্মীরা। দলীয় কর্মী সভার মাধ্যমে এদিন হাবিবপুর ব্লক এর জগজীবন পুর এলাকার বিজেপি কর্মী নেতারা দল ত্যাগ করেন।এর আগে তৃণমূল কংগ্রেস ছেড়ে কংগ্রেসে যোগ দিয়েছিলো নেতা-কর্মীরা।

উত্তর মালদা লোকসভা কেন্দ্রের কংগ্রেস মনোনীত প্রার্থী ইশা খান চৌধুরীর হাত ধরে বিজেপির তিন শ নেতা-কর্মী কংগ্রেসের দলীয় পতাকা নিজেদের হাতে তুলে নেন। ইশা খান জানান, হাবিবপুর ব্লক এর মানুষ কংগ্রেসের উপরই ভরসা করছেন ।এবারের নির্বাচন এলাকায় ঘুরে তিনি মানুষের সমর্থন পাচ্ছেন। যোগদান কর্মসূচির পর প্রার্থী ইশা খান চৌধুরী ধামসা মাদল বাজিয়ে আদিবাসী নৃত্যে মেতে উঠেন।

দলত্যাগ বিষয়ে মালদা জেলা বিজেপির সভাপতি সঞ্জিত মিশ্র জানান, যে কংগ্রেস দলের কোনো ভবিষ্যত নেই সেই দলে কেন আমাদের কর্মী কেন যাবে। জেলা জুড়ে টিএমসি থেকে কংগ্রেসে আবার কংগ্রেস থেকে টিএমসি দলে যোগদান প্রক্রিয়া ক্রমশ চলছে ।বরঞ্চ প্রচুর টিএমসি ,কংগ্রেস, সিপিএম ,ছেড়ে বিজেপিতে যোগদান করছে ।

পিবিএ/এএইচ

আরও পড়ুন...