দল এখন চায় লম্বা সময় ধরে ব্যাটিং করি: তামিম

Tamim
দলের চাহিদা অনুযায়ী ৩৫-৪০ ওভার পর্যন্ত ব্যাট করতেও আপত্তি নেই তামিমের

পিবিএ ডেস্ক: ওয়ানডে ক্রিকেটে লম্বা সময় ধরে ব্যাটিং করা আর ইনিংস গড়াকেই নিজের দায়িত্ব বলে মনে করেন টাইগার ওপেনার তামিম ইকবাল। এজন্য দলের চাহিদা অনুযায়ী ৩৫-৪০ ওভার পর্যন্ত ব্যাট করতেও আপত্তি নেই তার।

২০০৭ সালের বিশ্বকাপে ছোট্ট তামিম জহির খান, মুনাফ প্যাটেল, হরভজন সিংহের মতো বোলারকে তুলোধুনো করে বিশ্ব ক্রিকেটে পরিচিতি পেয়েছিলেন। তখন থেকে তামিমকে হার্ডহিটার হিসেবেই চিনত বিশ্ব। কিন্তু সময়ের গড়ানোর সঙ্গে-সঙ্গে সেই তামিম এখন আর আগের তামিম নেই।

এখন তেড়েফুঁড়ে খেলা প্রায় বাদই দিয়ে দিয়েছেন। তামিম জানালেন, দলের প্রয়োজনেই নিজেকে এমন বদলে ফেলেছেন। স্ট্রাইকরেট বাড়ানো নয়, দল এখন তামিমের কাছে চায় লম্বা সময় ধরে ব্যাটিং করা। দলের প্রত্যাশা এমন যে, তামিম একপ্রান্তে উইকেট ধরে রাখবেন অন্যরা এসে রান বাড়িয়ে নেবেন। তামিমের কাছে এখন ৪০ ওভার ব্যাটিং চায় দল। দলের মন চাওয়াতেই নিজেকে অমুল বদলে ফেলেছেন তিনি।

সম্প্রতি ক্রিকেটের জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকবাজকে দেয়া একান্ত সাক্ষাৎকার তামিম বলেন, ‘আমি চাইলে কী আরও বেশি শট খেলতে পারিনা? আমিও কী দুঃসাহসিক হতে চাই না? কিন্তু বিষয় হচ্ছে, আমরা দলের জন্য খেলি। দলের চেয়ে বড় কিছু নেই। আপনি যদি আমার গত কয়েক বছরের রেকর্ড দেখেন, আমি যেভাবে খেলছি তা দলকে সাহায্য করছে। এটাই বেশি কার্যকরী।’

নিজের ব্যাটিংয়ে উন্নতির জন্য টাইগারদের সাবেক কোচ জেমি সিডন্সকে কৃতিত্ব দিলেন তামিম। ৩০ বছর বয়সী ওপেনার জানালেন, ৭ মে ত্রিদেশীয় সিরিজে দলের প্রথম ম্যাচে উইন্ডিজের বিপক্ষে শুরুতে সেট হতে কিছু সমস্যা হয়েছে। কিন্তু সেসময় তার সিডন্সের কথা মনে পড়ে আর তাতেই ব্যাটিংয়ে আত্মবিশ্বাস ফিরে পান তিনি। ফলে মুখোমুখি হওয়া প্রথম ৩০ বলে যেখানে তার রান ছিল মাত্র ৬, কেমার রোচের করা ইনিংসের ১০ম ওভারে সেই তিনিই পরপর বাউন্ডারি হাঁকিয়ে চাপমুক্ত হলেন। এরপর ৪৫তম ওয়ানডে ফিফটির দেখা পাওয়ার পাশাপাশি সৌম্য সরকারকে নিয়ে গড়লেন ১৪৪ রানের ওপেনিং জুটি।

নিজের ইনিংসের ব্যাখ্যা করতে গিয়ে তামিম বলেন, ‘আমার ইনিংসের সবচেয়ে ভালো দিক হলো, শুরুতে সংগ্রাম করার পর কেউ হয়ত ক্রিজ ছেড়ে বেরিয়ে এসে বাজে শট খেলবে এবং হয়ত ভাববে দিনটা আমার নয়। কিন্তু ওই সংগ্রামের পর টিকে থাকা কঠিন। শেষ পর্যন্ত, আপনি খেলার ওপর প্রভাব ফেলতে সক্ষম হবেন।’

‘আমি এই শিক্ষা জেমি সিডন্সের কাছে থেকে পেয়েছি যেমন তিনি বলতেন, “তুমি যখন রানের জন্য সংগ্রাম করবে, তোমার হাতে শুধু দুটো সুযোগ থাকবে, হয় তুমি ড্রেসিং রুমে ফিরে যাও এবং আমাদের সঙ্গে বসে পড়ো, কিংবা তুমি শেষ পর্যন্ত লড়ে যাও।”

সোমবার (১৩ মে) সিরিজের তৃতীয় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে বাংলাদেশ। ২ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে এখন পর্যন্ত শীর্ষে অবস্থান করছে রোডসের শিষ্যরা।

ত্রিদেশীয় সিরিজ শেষে বিশ্বকাপকে সামনে রেখে দুটি প্রস্তুতিমূলক ম্যাচ খেলার পর ২ জুন ওভালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশের বিশ্বকাপ অভিযান শুরু হবে।

পিবিএ/এএইচ

আরও পড়ুন...