কবিরহাটে

দশম শ্রেণির ছাত্রীকে উত্যক্ত করায় যুবকের কারাদন্ড

কারাদন্ড
যুবককে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত
পিবিএ, কোম্পানীগঞ্জ, (নোয়াখালী): নোয়াখালীর কবিরহাটের দশম শ্রেণির এক স্কুল ছাত্রীকে উত্যক্ত করার অভিযোগে রুবেল (২৫) নামের এক যুবককে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (৯ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফুল ইসলামের এ দন্ডাদেশ দেন। দন্ডপ্রাপ্তের নাম মো. রুবেল উপজেলার ধানশালিক ইউনিয়নের চরমন্ডলিয়া গ্রামের নুরনবী চৌধুরীর ছেলে।
ভুক্তভোগী জানা যায়, দীর্ঘ দিন যাবৎ রুবেল স্কুলে যাওয়া আসার পথে ও তার পরিবারের ফোনে কল দিয়ে উত্যক্ত করত। বখাটে যুবকের হুমকির মুখে তাঁর পড়া লেখা বন্ধ হওয়ার উপক্রম হয়। পরে স্কুল ছাত্রী সুলতানা আক্তার সুমি (১৬) লিখিত ভাবে কবিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর অভিযোগ দিলে তিনি কবিরহাট থানার উপ-পরিদর্শক (এসআই) বিকাশ চক্রবর্তীকে ঘটনাস্থলে পাঠিয়ে রুবেলকে আটক করেন এবং এই দন্ডাদেশ দেন।
পিবিএ/ রহমত উল্যাহ/জেডআই

আরও পড়ুন...