পিবিএ,ঢাকা: ১০ বছর অপেক্ষার পর দেশের মাটিতে আবারো কোনো দ্বিপাক্ষিক সিরিজের আয়োজন করেছেক পাকিস্তান। তবে সেটি সুখকর হলোনা। করাচীতে লঙ্কানদের সফরের প্রথম ওয়ানডে ম্যাচটিই বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছে।
তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে করাচির জাতীয় স্টেডিয়ামে আজ বিকেল ৪ টায় শুরু হওয়ার কথা ছিল দুদলের। কিন্তু ভারী বর্ষনে টসও মাঠে গড়ানো সম্ভব হয়নি। তাই বলাই যায় করাচীর বৃষ্টি মন ভেঙেছে দশ বছর ধরে অপেক্ষা করা পাকিস্তানের ক্রিকেট ভক্তদের।
২০০৯ সালে এই করাচিতেই শ্রীলংকান কিক্রেট দলের উপর জঙ্গি হামলা হয়। তারপরই নির্বাসনে যায় পাকিস্তানের ক্রিকেট।
সেই একই ভেন্যুতেই এক দশক পর ক্রিকেট ফেরায় দারুণ উচ্ছ্বসিত সরফরাজ বাহিনী। শ্রীলংকা ম্যাচের আগে পুরোপুরি ফিট দল পাচ্ছেন নতুন কোচ মিসবাহ-উল-হক।
লঙ্কান দল সিরিজ জিততে বেশ আত্মবিশ্বাসী। অবশ্য দলের বেশ কিছু সিনিয়র খেলোয়াড় নিরাপত্তা জনিত কারণে সফর বর্জন করায় কিছুটা ব্যাকফুটে লংকানরা।
সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে আগামী ২৯ অক্টোবর করাচীতে মুখোমুখি হবে পাকিস্তান ও শ্রীলঙ্কা।
পিবিএ/ইকে