দাঁতের হলদে দাগ রোধ করবে লেবুর খোসা

পিবিএ ডেস্ক: তারকাদের দাঁত সবসময়েই মুক্তোর মতো ঝকঝকে সাদা থাকে। কিন্তু সাধারণ মানুষের দাঁত এতটা চকচকে হয় না সাধারণত। অনেক কারণেই দাঁত অনুজ্জ্বল হয়ে পড়ে, এমনকি হলদেটেও হয়ে ওঠে। মূলত দুইটি কারণ, আভ্যন্তরীণ কারণ এবং বহিরাগত কারণ। ধূমপান থেকে শুরু করে দাঁত মাজতে অবহেলার মতো অনেক কারণও থাকতে পারে।এছাড়াও অনেক সময়ে বংশগত কারণেই কারও দাঁত হলদেটে, কারও দাঁত উজ্জ্বল সাদা হতে পারে।তবে যে কারণেই আপনার দাঁত হলদে হোক না কেনো তা দূর করার উপায় জানতে হবে, আর তাই আজকের লেখায় জানবো দাঁতের হলদেটে রোধে লেবুর খোসার ব্যবহার।

চলুন তাহলে জেনে নেওয়া যাক দাঁতের হলদেটে রোধে লেবুর খোসার ব্যবহারঃ

তৈরিতে যা যা লাগবেঃ

১। শুকনো লেবুর খোসার গুঁড়ো
২। পানি।

তৈরি ও ব্যবহার পদ্ধতিঃ
১। প্রথমে লেবুর খোসা শুকিয়ে গুঁড়ো করে নিন।
২। এবার এটি সাথে পানি মিশিয়ে পেস্টের মত তৈরি করে ফেলুন।
৩। দাঁত ব্রাশ করার পর এই পেস্ট দিয়ে দাঁত ম্যাসাজ করুন। দাঁতের হলদেটে ভাব দূর হবে
এছাড়াও তাৎক্ষণিকভাবে দাঁতের হলদেটে ভাব দূর করতে চাইলে একটি আপেল খেয়ে নিন। দেখবেন দাঁতের হলদেটে ভাব কমে গেছে অনেকাংশে।

পিবিএ/ইকে

আরও পড়ুন...