ঢাবি অধিভুক্ত সাত কলেজ : দাবি আদায়ে আমরণ অনশনে ৩ শিক্ষার্থী

পিবিএ,ঢাকা : পূর্ব ঘোষিত ৫ দফা দাবি আদায়ে রাজধানীর নীলক্ষেত মোড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা। মঙ্গলবার (২৩ এপ্রিল) সকালে প্রথমে মানববন্ধন ও পরে মিছিল নিয়ে নীলক্ষেত মোড়ে সড়ক অবরোধ করেন তারা।

এদিকে ঢাবি অধিভুক্ত সাত কলেজে সেশনজট নিরসন, ত্রুটিমুক্ত ফলাফল প্রকাশ, স্বতন্ত্র প্রশাসনিক ভবনসহ ৫ দফা দাবিতে আমরণ অনশনে বসেছেন ঢাকা কলেজের ৩ শিক্ষার্থী। তারা হলেন- ২০১৫-১৬ শিক্ষাবর্ষের বাংলা বিভাগের আবু নোমান রুমি, ২০১৬-১৭ শিক্ষাবর্ষের ইংরেজী বিভাগের সাকিব, ২০১৭-১৮ শিক্ষাবর্ষের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাইফুল ইসলাম। তারা সবাই ঢাকা কলেজের শিক্ষার্থী।

মঙ্গলবার বেলা ১১টায় নীলক্ষেতে ঢাবির অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীদের ৫ দফা দাবি আদায়ে সড়ক অবরোধ কর্মসূচি চলাকালে তারা এ ঘোষণা দেন। অনশনে অংশগ্রহণকারী ৩ শিক্ষার্থী জানান, ৫ দফা দাবি মেনে না নেয়া পর্যন্ত তারা আমরণ অনশন চালিয়ে যাবেন।

দাবিগুলো হচ্ছে-

১. একসঙ্গে পরীক্ষা শেষ হওয়ার ৯০ দিনের মধ্যে ত্রুটিমুক্ত ফলাফল প্রকাশসহ একই বর্ষের সব বিভাগের ফলাফল একত্রে প্রকাশ
২. গণহারে অকৃতকার্য হওয়ার কারণ প্রকাশসহ খাতা পুনঃমূল্যায়ন
৩. সাত কলেজ পরিচালনার জন্য স্বতন্ত্র প্রশাসনিক ভবন
৪. প্রতিটি বিভাগে মাসে দু’দিন করে অধিভুক্ত সাত কলেজে মোট ১৪ দিন ঢাবি শিক্ষকদের ক্লাস নেয়া
৫. সেশনজট নিরসনে একাডেমিক ক্যালেন্ডার প্রকাশসহ ক্রাশ প্রোগ্রাম চালু।

পিবিএ/এমএস

আরও পড়ুন...

preload imagepreload image