দাশুড়িয়ায় বসতবাড়ি আগুনে পুড়ে ছাই

পিবিএ,পাবনা: বৃহস্পতিবার ভোররাত ১টা ৩০ মিনিটে ভয়াবহ অগ্নিকান্ডে পুড়ে যায় বসতবাড়ি। পাবনায় দাশুড়িয়া গ্রামের মোঃ রমজান আলীর বাড়িতে অগ্নিকান্ডের ঘটনা ঘটে।সে বাজারের মাছের আড়ৎ এ কাজ করে।

আড়ৎ এর ৪৫ হাজার টাকা সহ তার বাড়ির আসবাবপত্র টিভি ফ্রিজ গ্যাসের সিলিন্ডার, প্রয়োজনীয় কাগজপত্র, সার্টিফিকেট ঘরের সকল আসবাবপত্র পুড়ে যায়। এতে তার প্রায় ৪ থেকে ৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়। রাত ১টা ৩০ মিনিটে আগুন লাগে, আগুন লাগার সাথে সাথেই ফায়ার সার্ভিসকে খবর দেয়া হলে, ফায়ার সার্ভিস ২টা ৩০ মিনিটে আসে। ততক্ষনে গ্রামবাসীরা আগুন নিয়ন্ত্রন আনে। কিন্তু বসতবাড়ির সব পুড়ে ছাই হয়ে যায়। এখন আর তার সহায় সম্বল বলতে কিছু নেই।

পিবিএ/এমটিএইচ/এমএসএম

আরও পড়ুন...