আল-মামুন,পিবিএ, খাগড়াছড়ি: খাগড়াছড়ির দীঘিনালায় মধুমিতা চাকমা (৬৫) নামের এক চাকমা গৃহবধুকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। উপজেলার দুর্গম যৌথ খামার এলাকা সম্বোধন কার্ববারী পাড়ায় এ ঘটনা ঘটে। নিহত মধুমিতা চাকমা একই এলাকার ললিত মোহান চাকমার স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়,’শুক্রবার রাতে স্বজনরা মধুমিতা বাড়িতে গিয়ে তার লাশ দেখতে পায়। এসময় নিহতের শরীরে মাথা ও গলায় আঘাতের চিহ্ন পাওয়া যায়। রাতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
খাগড়াছড়ির অতিরিক্ত পুলিশ সুপার এম এম সালাউদ্দিন জানান, ঘটনার পর নিহতের স্বামীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়েছে। তবে কি কারণে হত্যাকান্ড ঘটেছে তা এখনো পুলিশ নিশ্চিত হওয়া যায়নি। তবে রহস্য উদ্ধারে কাজ করছে পুলিশ। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে বলে জানিয়ে পুলিশ।
পিবিএ/হক